শিরোনাম:
ভোলা, সোমবার, ৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

Bholabani
শনিবার ● ১৩ মে ২০২৩
প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে সড়কের নির্মাণ সামগ্রী পরিবহন করতে জিও ব্যাগ বেষ্টিত বেড়িবাঁধ কাটায় জোয়ারে পানি ডুকার আশংকা।
প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে সড়কের নির্মাণ সামগ্রী পরিবহন করতে জিও ব্যাগ বেষ্টিত বেড়িবাঁধ কাটায় জোয়ারে পানি ডুকার আশংকা।
৪০ বার পঠিত
শনিবার ● ১৩ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তজুমদ্দিনে সড়কের নির্মাণ সামগ্রী পরিবহন করতে জিও ব্যাগ বেষ্টিত বেড়িবাঁধ কাটায় জোয়ারে পানি ডুকার আশংকা।

মেহেদী হাসান মামুন।। ভোলাবাণী।।

ভোলার তজুমদ্দিনে নদীর তীর থেকে সড়কের নির্মাণ সামগ্রী পরিবহনের সুবিধার জন্য জিও ব্যাগ বেষ্টিত ওয়াপদা বেড়িবাঁধ কেটে ট্রাক চলাচলের রাস্তা বানালেন এক ঠিকাদার। বেড়িবাঁধ কাটার ফলে চলমান ঘূর্ণিঝড় মোখার প্রভাবে জোয়ারের পানি ডুকে এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছে স্থানীয় বাসিন্দারা।

তজুমদ্দিনে সড়কের নির্মাণ সামগ্রী পরিবহন করতে জিও ব্যাগ বেষ্টিত বেড়িবাঁধ কাটায় জোয়ারে পানি ডুকার আশংকা।  ছবি-মেহেদী হাসান মামুন।চাঁদপুর ও চাচড়া ইউনিয়নের শতশত মানুষের
অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে বাঁধ পর্যবেক্ষণে গেলে স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে আরো জানান,স্থানীয় এক ঠিকাদার গুরিন্দা বাজার মৎস্য ঘাটের সামনের পাকা রাস্তা সংস্কারের কাজ শুরু করে দুই মাস আগে। নদী পথে কাজের মালামাল পরিবহনের জন্য ঠিকাদারের লোকজন জিও ব্যাগ বেষ্টিত ওয়াপদা বেড়িবাঁধ কেটে প্রায় ২৫-৩০ ফুট ক্রসিং রাস্তা তৈরি করে। যাতে নদীর তীর হতে ট্রাকযোগে বালি, পাথর সহ অন্যান্য ঠিকাদারি মালামাল পরিবহন করেন তারা। বাঁধ কাটার সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একত্রিত হয়ে বাধা দেন। পরে কাজ শেষে পুনরায় বাঁধ নির্মান করে দেয়ার কথা বললেও তারা তা করেননি।

কিন্তু গত ১৫ দিন আগে পাকা রাস্তা নির্মানের কাজ শেষ হলেও বেড়িবাঁধ এখনো অরক্ষিত অবস্থায় আছে। স্থানীয় বাসিন্দা নুরনবী জানান, সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় আঘাত হানার সময় জোয়ারের পানি বৃদ্ধি পাবে। ৬-৮ ফুট উচ্চতায় জোয়ারের পানি বৃদ্ধি পেলে চাদপুর ইউনিয়নের ৬, ৮ ও ৯ এবং চাচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ার আশংকা আছে।

গুরিন্দা বাজার এলাকার এক ব্যবসায়ী জানান, পরবর্তীতে এই বাঁধ নির্মান করা হলেও তা আগে মতো টেকসই হবেনা। ঘুর্ণিঝড়ের তীব্র ও অতি জোয়ারের চাপে বা অধিক বৃষ্টিপাত হলেই বাঁধ ছিড়ে যেতে পারে। তাছাড়া এখানকার বাঁধের জিও ব্যাগগুলোও নষ্ট করে ফেলা হয়েছে। এরফলে পুরো প্রকল্পের কাঙ্খিত স্থায়িত্ব নষ্ট করে ফেলা হয়েছে।

ঠিকাদারির অংশীদার ফজলুল হক পাটওয়ারীর কাছে বাঁধ কাটার বিষয় জানতে চাইলে বলেন, সড়কের নির্মাণ সামগ্রী পরিবহনের সুবিধার জন্য বেঁড়ীবাধের কিছু অংশ কাটা হয়েছিল, আমরা তা পুনরায় ঠিক করে দিবো।

পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপসহকারী প্রকৌশলী জহির রায়হান জানান, বাঁধ কাটে যাতায়াতের রাস্তা বানানোর বিষয়টি তিনি জানেন না, তবে অতিদ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের ব্যবস্থা করবেন। তিনি আরো জানান, এতে বাধের টেম্পারেচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বাঁধটি চার বছর আগে নির্মিত হওয়ায় বাঁধের জিও ব্যাগ ও মাটি এখন শক্ত ও মজবুত হয়ে গেছে। নতুন মাটি দিলেও বাঁধ আসন্ন ঘূর্ণিঝড়ে কিছুটা ঝুঁকি থাকবে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, তিনি ঘটনা শুনে সরেজমিন এসে বাঁধের এই অবস্থা দেখেছেন। পরে তিনি দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা করার আশ্বাস দেন।



বিষয়: #  #


তজুমদ্দিন এর আরও খবর

নিজ জায়গায় থেকে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে: আবু নোমান নিজ জায়গায় থেকে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে: আবু নোমান
<small> সভাপতি সেলিম রেজা, সম্পাদক মেহেদী হাসান মামুন</small> তজুমদ্দিনে সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি সেলিম রেজা, সম্পাদক মেহেদী হাসান মামুন তজুমদ্দিনে সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন
পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে- ওসি মুরাদ পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে- ওসি মুরাদ
<small>স্মার্টফোন হারালে ভরসা ওসি মুরাদ</small> তজুমদ্দিনে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ১৫ ফোন উদ্ধার। স্মার্টফোন হারালে ভরসা ওসি মুরাদ তজুমদ্দিনে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ১৫ ফোন উদ্ধার।
তজুমদ্দিনে প্রায় ১১”শ কোটি টাকার প্রকল্প শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম তজুমদ্দিনে প্রায় ১১”শ কোটি টাকার প্রকল্প শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম
<small>রাখাল সেজে </small>তজুমদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ রাখাল সেজে তজুমদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ
দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন ইঞ্জিনিয়ার আবু নোমান দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন ইঞ্জিনিয়ার আবু নোমান
<small>সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে </small>তজুমদ্দিনের মেঘনায় প্রকাশ্যে রেণু পোনা ধ্বংস করছে একটি মহল!! সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে তজুমদ্দিনের মেঘনায় প্রকাশ্যে রেণু পোনা ধ্বংস করছে একটি মহল!!
<small>কমবে সড়ক পথের ভোগান্তি </small>ভোলার তজুমদ্দিন-টু-চট্টগ্রাম জাহাজ সার্ভিস চালু কমবে সড়ক পথের ভোগান্তি ভোলার তজুমদ্দিন-টু-চট্টগ্রাম জাহাজ সার্ভিস চালু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভোলায় আইনকানুনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ পড়াইলেন কাজি।।
তজুমদ্দিনে প্রায় ১১”শ কোটি টাকার প্রকল্প শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম
চরফ্যাশনের তিন যুবক ব্যতিক্রমি উদ্দ্যেগসুপারি পাতার খোলে তৈজসপত্র তৈরি করে তাক লাগিয়ে দিলেন
ভোলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১।
ঈদে শাহী বোরহানি
মনপুরায় পাচারকালে কোটি টাকা মূল্যের ১ টি তক্ষক উদ্ধার
বোরহানউদ্দিনে পরিত্যক্ত অবস্থায় ৫৫০ বছরের পুরনো রাজ প্রসাদ
প্রথমবারের মতো উড়োজাহাজবাহী রণতরী চালু করল তুরস্ক।
ভোলার গ্যাস যাচ্ছে ঢাকায়
ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ ৪ জেলে আটক