

রবিবার ● ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে অসহায় হতদরিদ্রদের মাঝে এমপি জ্যাকব এর শাড়ী বিতরণ
চরফ্যাশনে অসহায় হতদরিদ্রদের মাঝে এমপি জ্যাকব এর শাড়ী বিতরণ
শাহাবুদ্দিন হাওলাদার।। ভোলাবাণী।।আসছে আগামী পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নে অসহায় হতদরিদ্রদের মাঝে শাড়ী বিতরণ করেছেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সাংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
রবিবার (২৬ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ওমরপুর, আসলামপুর, চর- মাদ্রাজ, জিন্নাগড়, হাজারীগঞ্জ ও জাহানপুর ইউনিয়নসহ প্রতি ইউনিয়নে চারশ পঞ্চাশ পিজ করে শাড়ী বিতরণ করেন। গরীব দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে এসব শাড়ি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন , উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মহাজনসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহ এসব শাড়ী বিতরণ করেন তিনি।
উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শাড়ী বিতরণ কালে ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান, কামাল হোসেন মুজিব, অধ্যক্ষ একেএম শাহাবুদ্দিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম ভূঁইয়া ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জাহানপুর ইউনিয়নে ৪শ ৫০জন হতদরিদ্র অসহায় মহিলাকে শাড়ি ও ৬শ ৫০জনকে ইফতার বিতরণ করেছেন, বিতরণ কালে ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আলি আকবর ফরাজি সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানসহ ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সম্পাদক ও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।