বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি চক্ষুরোগীদের যাতায়াতের ব্যবস্থা করলো নিজাম-হাসিনা ফাউন্ডেশন

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি চক্ষুরোগীদের যাতায়াতের ব্যবস্থা করলো নিজাম-হাসিনা ফাউন্ডেশন
রবিবার, ১৯ মার্চ ২০২৩



ডেক্স রিপোর্ট ॥ভোলাবাণী।।  নিজাম-হাসিনা ফাউন্ডেশন তাদের পরিচালিত নিজাম-হাসিনা চক্ষু হাসপাতালে অতিদরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে যাতায়াতের জন্য একটি আধুনিক মানের এসি-বাস উপহার দিয়েছে। শুধু যাতায়াত নয়, এ চক্ষু হাসাপাতালে বিনামূল্যে চোখের সকল চিকিৎসা ও অস্ত্রপচার করা হয়। ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী শনিবার দুপুরে বাসটিতে চড়ে চলে উদ্বোধন করেছেন।

বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি চক্ষুরোগীদের যাতায়াতের ব্যবস্থা করলো নিজাম-হাসিনা ফাউন্ডেশন

এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের পরিচালক মো. নিজাম উদ্দিন আহমেদ, হাসপাতালের পরিচালক ডা. আব্দুল মালেক, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ঢাকার ইস্পাহানী ইসলামীয়া চক্ষু হাসপাতালের গ্লুকোমা বিভাগীয় প্রধান ডা. সৈয়দ জাহাঙ্গীর কবীর, প্রকল্প পরিচালক ডা. এম আর খান, সাংবাদিক শিক্ষক মনির সাঁজওয়াল প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের পরিচালক বলেন, নিজাম-হাসিনা ফাউন্ডেশন নিজাম-হাসিনা চক্ষু হাসপাতাল ২০১০ সালে প্রতিষ্ঠা করেছে। চক্ষু চিকিৎসার সঙ্গে সঙ্গে চক্ষুরোগীর আনুসাঙ্গীক সব চিকিৎসা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ১৩ বৎসরে প্রায় ৪ লাখ চক্ষুরোগীর চিকিৎসা করা হয় এ হাসপাতালে। এরমধ্যে ৭৫হাজার রোগীর চোখে অস্ত্রপচার হয়েছে।
পরিচালক আরও বলেন, ভোলা একটি দ্বীপজেলা। প্রায় ১১৫কিমি লম্বা। দূর-দূরান্ত থেকে আসা বেশির ভাগ রোগী অর্থাভাবে যথাসময়ে চোখের চিকিৎসা করাতে পারে না। তা ছাড়া অস্ত্রপচার পরবর্তী সময়ে রোগীদের বাড়ি যাতায়াতে সমস্যা দেখা দেয়। তাই ফাউন্ডেশন রোগীদের বিনামূল্যে হাসপাতালে যাতায়াতের জন্য একটি আধুনিক বাসের ব্যবস্থা করেছে। সপ্তাহান্তে ভোলার প্রত্যেক উপজেলা থেকে নির্ধারিত দিনে ও সময়ে বাসটি ছেড়ে আসবে। আবার চিকিৎসা শেষে পৌছে দিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫১   ৮৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় মহানবী (সা.) কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
শশীভূষণ বাজারে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলার কৃষকরা ঝুঁকছেন ক্যাপসিকাম চাষে
স্মার্টফোনে ই-লাইসেন্স দেখিয়েও গাড়ি চালানো যাবে
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
মনপুরায় রোগীদের সহায়তার ৩ লক্ষ টাকার চেক বিতরন ॥
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল।
মনপুরায় মহান স্বাধীনতা দিবস পালিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন

আর্কাইভ