শিরোনাম:
ভোলা, রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

Bholabani
রবিবার ● ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » খেলাধূলা » প্রধানমন্ত্রী’র অভিনন্দনইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের
প্রথম পাতা » খেলাধূলা » প্রধানমন্ত্রী’র অভিনন্দনইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের
৫০ বার পঠিত
রবিবার ● ১২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী’র অভিনন্দনইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

ভোলাবাণী স্পোটর্স ডেক্স।। লো স্কোরিং ম্যাচ। তাতেই জমে থাকল রাজ্যের উত্তেজনা। বল হাতে বোলাররা করলেন দারুণ পারফরম্যান্স। ইংল্যান্ডকে আটকে রাখা গেল মাত্র ১১৭ রানে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ ধারাবাহিক বিরতিতে উইকেট হারালেও শেষ হাসি সাকিবদের। ইতিহাস গড়া সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের।।বি : সংগৃহীত

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে। টানা দুই জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো স্মরণীয় সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল সাকিব ব্রিগেড। আগামী ১৪ মার্চ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। চট্টগ্রামে জয় দিয়ে শুরু। মিরপুরে এসে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের উৎসব। রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৭ রানে অলআউট ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় সাত বল হাতে রেখে, ১২০/৬। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন মেহেদী হাসান মিরাজ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম দুটি ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ওপেনার লিটন ও রনি। তবে তৃতীয় ওভারে কুরানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ফিল সল্টের হাতে ধরা পড়েন লিটন। ৯ বলে এক চারে ৯ রান করে ফেরেন বাংলাদেশ ওপেনার।

দলীয় ২৭ রানে বিদায় নেন রনি। ১৪ বলে তিনি করেন ৯ রান। নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় দলকে টেনে নিয়ে যান ৫৬ রান পর্যন্ত। রেহানের বলে ওকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ১৮ বলে দুই চারে ১৭ রান করেন তিনি।

মিরাজের সঙ্গে শান্তর জুটি দলকে স্বস্তি এনে দেয়। এই জুটিতে আসে সর্বোচ্চ ৪১ রান, ৩২ বলে। দলীয় ৯৭ রানের মাথায় আর্চারের বলে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে দুই ছক্কায় ২০ রান করেন তিনি।

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৮ রান

এরপর ছক্কা হাঁকাতে গিয়ে সাকিব (০) বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কিছুক্ষণ পর আর্চারের বলে বোল্ড আফিফও (২)। তবে শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত ও তাসকিন জুটিতে উৎসব মুখর টাইগার শিবির। জর্ডানের ওভারে টানা দুই চার হাঁকিয়ে দলকে জয় উপহার দেন পেসার তাসকিন আহমেদ। তিন বলে দুই চারে ৮ রানে অপরাজিত তাসকিন। ৪৭ বলে তিন চারে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত শান্ত। ৪ ওভারে ১৩ রানে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন জফরা আর্চার।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। ওপেনার ফিল সল্ট ২৫, মঈন আলী ১৫, কুরান ১২, রেহান ১১ রান করেন। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। বল হাতে বাংলাদেশের হয়ে ১২ রানে সর্বোচ্চ চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভোলার গ্যাস যাচ্ছে ঢাকায়
ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ ৪ জেলে আটক
ডায়াবেটিক নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থদেহ, সুস্থ মনভোলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস উদযাপন
মেঘনা ও তেতুলিয়া নদীতে .ভোলায় টানা দুই মাসের জাটকা সংরক্ষণ অভিযান
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
নতুন গবেষণাপৃথিবীর অভ্যন্তরীণ স্তরটি লোহার একটি প্রশস্ত বল
লাল গোলাপ যে অর্থ বহন করে
বিপিএল ২০২৩রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে খুলনাকে হারালো কুমিল্লা
ঠিক হয়নি সাবমেরিন ক্যাবল৭ মাস অন্ধকারে মাঝেরচর ও মদনপুরবাসী
যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে জেনে নেওয়া উচিত