বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশ ভাষার জন্যে রক্ত দিয়েছিল তোফায়েল আহমেদ

প্রথম পাতা » ভোলার রাজনীতি » বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশ ভাষার জন্যে রক্ত দিয়েছিল তোফায়েল আহমেদ
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



মাহমুদুল হাসান ফাহাদ।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি।।জাতীয়  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলায় জেলা আওয়ামী লীগের উদ্যগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলায় জেলা আওয়ামী লীগের উদ্যগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার, সকাল ১১ টার সময় জেলা পরিষদের হলরুমে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে ভারচ্যুয়াল টেলিকনফারেন্সে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক বানিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। এসময় তিনি তার বক্তব্য ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদ ও ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারে নিহত সকল সদস্য ও শহীদের প্রতির শ্রদ্ধা জ্ঞ্যাপন করেন।তোফায়েল আহমেদ বলেন- বাংলাদেশ একমাত্র দেশ যারা ভাষার জন্যে রক্ত দিয়েছে। রাষ্ট্র ভাষা বাংলা করার দাবিতে আন্দোলনে রক্ত জড়িয়েছে এবং নিজেদের জীবন উৎসর্গ করে ইতিহাস স্থাপন করে জাতিকে সন্মানিত করেছে।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মইনুল হোসেন বিপ্লব বলেন,দেশের মানুষ আ’লীগ সরকারের আমলে আজ শান্তিতে বসবাস করছে। বিএনপির ক্ষমতায় থাকাকালীন দরজা বন্ধ করেও মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। হাজারো নেতাকর্মী সহ সাধারণ জনগনের উপর জুলুম অত্যাচার করেছে। আ’লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ আজ দরজা খোলা রেখেই শান্তিতে ঘুমাতে পারে। তাই আগামি নির্বাচন কে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে, সরকারের দৃশ্যমান সকল উন্নয়নের প্রচারণা জনগনের কাছে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহব্বান জানান মইনুল হোসেন বিপ্লব।

ভোলা সদর উপজেলা আ’লীগ নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,জেলা আ’লীগের সাবেক সহ সভাপতি সৈয়দ আশ্রাফ হোসেন লাবু,জেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা মহিলা লীগের সম্পাদিকা অধ্যক্ষ সাফিয়া খাতুন, যুব ও মহিলা লীগের সম্পাদিকা খাদিজা আক্তার সপ্না, জেলা শ্রমিক লীগের সভাপতি মো.হারুনুর রশিদ, জেলা কৃষক লীগের সভাপতি মামুনুর রুহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সায়েম, জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ,ও সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল সহ সদর উপজেলা ছাত্রলীগ এর সম্পাদক সালমান গোলদার প্রমুখ।

ভোলায় জেলা আওয়ামী লীগের উদ্যগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেসভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় জেলা আওয়ামীগের অঙ্গ সহযোগী সংহঠনের নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন।

বাংলাদেশ সময়: ২২:১২:৪১   ১০৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলার রাজনীতি’র আরও খবর


অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ভোলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মজনু মোল্লা
চরফ্যাশন মনপুরাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমপি জ্যাকব ॥
এমপি জ্যাকবের পক্ষে পবিত্র ঈদ উল ফিতরের উপহার মনপুরায় দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরন ॥
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল।
২৬শে মার্চ পালন উপলক্ষে মনপুরায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ভোটরদের জানান দিলেন দুই চেয়াম্যান প্রার্থী
শিবপুরে উপজেলা পরিষদ নির্বাচনী পথসভায়আমি আপনাদের ভাগ্য উন্নয়নে সবসময় পাশে থাকতে চাই- মোহাম্মদ ইউনুস
প্রতীক দেওয়া, না দেওয়া দলের এখতিয়ার ‘নৌকা ছাড়াই’ স্থানীয় সরকার নির্বাচন,
ভোলার রাজনীতিতে জনপ্রিয় ও সফল ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ
ভোলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন

আর্কাইভ