আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘের শুভেচ্ছা বার্তা

প্রথম পাতা » জাতীয় » আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘের শুভেচ্ছা বার্তা
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



ভোলাবাণী ডেক্স।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের বাংলাদেশ দল এক ভিডিও প্রকাশের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা দেয়।

বাংলাদেশের জনগণকে দিবসটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আজ মঙ্গলবার ভিডিও বার্তাটি জাতিসংঘ বাংলাদেশের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ভিডিওর শুভেচ্ছা বার্তায় বাংলা ছাড়াও বিভিন্ন দেশের ভাষার ব্যবহার করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশে সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসসহ এ দেশে কর্মরত দেশি এবং বিদেশি কর্মীরা এতে অংশ নেন। জাতিসংঘ ছাড়াও এর বিভিন্ন সংস্থায় কাজ করা কর্মীরাও এতে যুক্ত ছিলেন।আন্তর্জাতিক মাতৃভাষা ও এর ঐতিহ্যের ওপর গুরুত্ব দিয়ে গোয়েন লুইস এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার প্রধান সুসান ভিজে যৌথভাবে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। প্রবন্ধে তারা বলেন, ‘২১ ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। বিশ্বের ভাষাগত, সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্যকে কেন্দ্র করেই আমরা দিনটি পালন করি। বাংলা ভাষার স্বীকৃতির জন্য ভাষা আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন, তাদের প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে ফেব্রুয়ারি পালন করা হয়।’
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রবন্ধে তারা আরও বলেন, ‘ভাষাগত বৈচিত্র্যের সযত্ন লালন ও সুরক্ষার ওপর জোর দিতে হবে, যাতে ভাষার কারণে কোনো বিরোধ ও বৈষম্যের সৃষ্টি না হয়। বড় ও ছোট, বহুল ও স্বল্পকথিত, বাংলা-জাতিগোষ্ঠী ও বিদেশি—সব ভাষার প্রতি সমান শ্রদ্ধাশীল থাকা গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে আন্তঃসাংস্কৃতিক আদান-প্রদানে ভাষার বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

যৌথ এ প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া- দেশের বিভিন্ন অঞ্চলে বিদেশি ও দেশীয় ভাষার জাতিসংঘ সংস্থায় কর্মরত সবার পক্ষ থেকে আমরা বাংলাদেশের জনগণকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। এই দিনে দেশের জনগণ সাহসিকতার সঙ্গে যে সংগ্রাম করেছিলেন, তাদের আমরা ভুলিনি, ভুলব না।’

বাংলাদেশ সময়: ২১:৫৩:২২   ৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
জেলায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
১০৪তম জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আর্কাইভ