শিরোনাম:
ভোলা, রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

Bholabani
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় জেলেদের নৌকায় লাইফবয়া ব্যবহারের সচেতনতাবৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় জেলেদের নৌকায় লাইফবয়া ব্যবহারের সচেতনতাবৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
৪৭ বার পঠিত
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোলায় জেলেদের নৌকায় লাইফবয়া ব্যবহারের সচেতনতাবৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। ভোলায় স্থানীয়ভাবে স্বল্পমূল্যে লাইফবয়া তৈরির কৌশল ও জেলেদের নৌকায় ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কারিতাস বরিশাল অঞ্চলের মুক্তি-০৩ প্রকল্প কর্তৃক আয়োজিত স্থানীয়ভাবে স্বল্পমূল্যে লাইফবয়া তৈরির কৌশল ও জেলে নৌকায় ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কারিতাস বরিশাল অঞ্চলের মুক্তি-০৩ প্রকল্প কর্তৃক আয়োজিত স্থানীয়ভাবে স্বল্পমূল্যে লাইফবয়া তৈরির কৌশল ও জেলে নৌকায় ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। স্থানীয় উপকরণ দিয়ে লাইফবয়া তৈরির প্রেক্ষাপট ও কৌশল তুলে ধরেন সিআরএস বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার মো. নাছির উদ্দিন।এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মনপুরা উপজেলার উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। সভার সঞ্চলনা করেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন। এসময় আলোচনায় অংশ নেয়, চ্যানেল-২৪ সাংবাদিক আদিল হোসেন তপু, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, আরটিভি ও যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্ল্যাহ কাজলসহ আরো অনেকে। এসময় জেলা ও উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভোলা জেলার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে সভায় বক্তরা বলেন, গভীর সমুদ্রে যাওয়ার সময় জেলেদের অনেকেই জীবন রক্ষাকারী সরঞ্জাম নেন না। এর ফলে প্রায় প্রতিবছর ৪০-৫০জন জেলে মৃত্যুবরণ করেন কিবাং নিখোঁজ হন। আর মনপুরার প্রায় ৭০% পরিবার মৎস্য আহরণ ও বিপণণের সাথে জড়িত। এই উপজেলায় ২০১৫ সালে ঘূর্ণিঝড় কোমেনে দক্ষিণ সাকুচিয়ার ৪৫ মৎস্যজীবীর সলিল সমাধি, তাদের পরিবারের এতিম সন্তান এবং সদ্যবিধবাদের কান্নার রোল সকলকে আবেগ-আপ্লুত করে।
প্রতি বছর জেলেরা দুর্যোগ মৌসুমে জেলেরা ঝুকিঁ নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ফলে এক রমক জীবন সংকটের মধ্যে পরে। এই উপজেলায় চাইলেয় জেলেরা লাইফ জ্যাকেট কিংবা বয়া কিনতে পারেনা। অনেকটা বেশি দামে ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম থেকে সংগ্রহ করতে হয়। তাই জেলেদের নিরাপত্তরা কথা চিন্তা করে কারিতাস বাংলাদেশ সিআরএসের কারিগরি সহযোগীতায় জেলেদের জালে ব্যবহারিত ফ্লোট দিয়ে জীবন রক্ষার জন্য স্বল্প মূল্যে লাইফ বয়া তৈরি করে দিচ্ছে। এর মাধ্যমে কিছুটা হলেও জেলেদের জীবন রক্ষা পাবে বলে মনে করেন। তাই মনপুরার জেলেদের জীবন রক্ষার জন্য কারিতাস যে উদ্যোগ নিয়ে সেই উদ্যোগে প্রশংসা করেন। এর মাধ্যমে জেলেরা কম খরচে লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারবেন বলে জানান। তবে এটির কার্যকারিতা কেমন তা দেখার জন্য পরীক্ষা করে দেখা উচিত বলে জানান কর্মশায় অংশ নেয়া অতিথিরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভোলার গ্যাস যাচ্ছে ঢাকায়
ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ ৪ জেলে আটক
ডায়াবেটিক নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থদেহ, সুস্থ মনভোলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস উদযাপন
মেঘনা ও তেতুলিয়া নদীতে .ভোলায় টানা দুই মাসের জাটকা সংরক্ষণ অভিযান
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
নতুন গবেষণাপৃথিবীর অভ্যন্তরীণ স্তরটি লোহার একটি প্রশস্ত বল
লাল গোলাপ যে অর্থ বহন করে
বিপিএল ২০২৩রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে খুলনাকে হারালো কুমিল্লা
ঠিক হয়নি সাবমেরিন ক্যাবল৭ মাস অন্ধকারে মাঝেরচর ও মদনপুরবাসী
যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে জেনে নেওয়া উচিত