শিরোনাম:
ভোলা, রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

Bholabani
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সন্ধান মিলেনি ১৩ দিনেও ভোলায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » সন্ধান মিলেনি ১৩ দিনেও ভোলায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ
৪৬ বার পঠিত
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ধান মিলেনি ১৩ দিনেও ভোলায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। ভোলায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নেওয়ার ১৩ দিনেও সন্ধান মেলেনি মাওলানা মোহাম্মাদ মহিবুল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষকের।

মোহাম্মাদ মহিবুল্লাহ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের মৃত আবদুর রব ছেলে এবং ওই গ্রামের বায়তুল আমান হোসাইয়নিয়া জামে মাসজিদে ইমাম ও ভোলার চরনোয়াবাদস্থ ‘আনাস বিন আবদুল মালেক ইসলামী কমপ্লেক্স’ শিক্ষা প্রতিষ্ঠানে আরবি শিক্ষক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাখছেন মাওলানা মোহাম্মাদ মহিবুল্লাহর শ্বশুড় মাওলানা আবদুস সহিদ

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিখোঁজ মাওলানা মোহাম্মাদ মহিবুল্লাহর শ্বশুড় মাওলানা আবদুস সহিদ বলেন, গত ৬ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১ টার দিকে তার মেয়ে জামাই মাদ্রাসা শিক্ষক মহিবুল্লাহ ওই মাদ্রাসার ক্লাস নিচ্ছেন। ওই সময় সিভিল পোশাকে কয়েকজন লোক আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে মাদ্রাসার ক্লাস রুম থেকে বের করে নিয়ে যায়।পরে তার বাড়িতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েতল্লাশী চালায়। তার পর থেকে এখন পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। তিনি আরও জানান, ঘটনার পরই আমরা ভোলা সদর থানায় খোঁজ নিলে থানার পুলিশ এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। একই ভাবে ডিভি অফিসে খোঁজ নিলে ডিবি ওসি এনায়েত হোসেন জানান, ঢাকা থেকে একটি টীম এসেছে তারা মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহকে আনতে গেছেন। আমরা তাদেরকে সহযোগিতা করেছি। এর বাহিরে আমরা আর কিছু জানি না। এরপরও আমরা একাধিকবার ভোলা থানায় ও ডিবি অফিসে একাধিকবার যোগাযোগ করেছি। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে তারা গত ১২ ফেব্রুয়ারি নিখোঁজের সন্ধানের জন্য ভোলা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন যার জিডি নং-৬৬৫। র্দীঘ ১৩ দিন ধরে নিখোঁজ শিক্ষকের সন্ধান না পেয়ে তার স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনরা দুচিন্তায় দিন কাটাচ্ছেন। তাই দ্রুত মাদ্রাসার শিক্ষকের সন্ধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
মোহাম্মাদ মহিবুল্লাহ এর স্ত্রী আমেনা বেগম বলেন, আমার স্বামী মাদ্রাসায় গিয়ে আজ ১৩ দিন ধরে বাসায় ফিরেনি। সে কোন রাষ্ট্র বিরোধী কোন কার্যক্রমে জড়িত ছিলোনা। সে একজন নি®পাপ শিশুর মতো ছিলো। তার জন্য পরিবার থেকে শুরু করে সবাই কান্নাকাটি করছে। কে বা কারা নিছে তাও জানিনা। তারা আমার স্বামীকে ধরে নিয়ে বাসায় আসছে। কিন্তু কোন আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ছিলোনা। তারা কি পুলিশ না অন্য লোক তাও জানিনা। একটা পোশাক পরে গেছে এখন পর্যন্ত কোন খোজঁ খবর নেই। আমার সংসর হাল দরার মতো কেউ নাই। আমার শাশুড়ী অসুস্থ হয়ে গেছে ছেলের চিন্তায়। আমার ছোট্র ছেলেডারে এহন কে পড়ালেখা করাইবো তাও জানিনা। আমার স্বামী জীবিত আছে না ভালো আছে তাও জানিান। আমি আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই।
মহিবুল্লাহ ছোট মেয়ে ফাহমিদা বলেন, সেদিন আমার বাবা সকালে মাদ্রাসায় গিয়ে তারপরে আর বাসায় আসেনি। শুনছি মাদ্রাসা থেকে সাদা পোশাকে কারা নাকি আমার আব্বুকে নিয়ে গেছে। তাদেরকে আমরা চিনিনা। এখন একটাই আবদার প্রশাসনের কাছে আমার আব্বুকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। আমার আব্বু রাষ্ট্র বিরোধী কোন কাজকর্মের সাথে জড়িত ছিলোনা বলে দাবি করেন তার মেয়ে। এসময় নিখোঁজ শিক্ষকের চাচা মো. বিল্লাল হোসেন ও তার ভাতিজা মো. রিয়াজসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান আনাস বিন আবদুল মালেক ইসলামী কমপ্লেক্স প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, গত ৬ ফেব্রুয়ারী দুপুরে আমার প্রতিষ্ঠানে সিভিল পোশাকে ৮ জন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আরবি শিক্ষক মাওলানা মোহাম্মাদ মহিবুল্লাহকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। আমাদের দাবি মাওলানা মোহাম্মাদ মহিবুল্লাহ যদি রাষ্ট্র বিরোধী কোন কাজ করে থাকে তবে তাকে প্রকাশ্যে এনে আইন আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হোক। আর তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকলে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
এদিকে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিন ফকির জানান, আনাস বিন আবদুল মালেক ইসলামী কমপ্লেকসের শিক্ষক নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।





প্রধান সংবাদ এর আরও খবর

ভোলার ৯৩২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ভোলার ৯৩২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
ভোলায় ২৫০ শয্যা হাসপাতালে বৈকালিক সেবা কার্যক্রম শুরু ভোলায় ২৫০ শয্যা হাসপাতালে বৈকালিক সেবা কার্যক্রম শুরু
ইফতারে বানাতে পারেন চিঁড়ার ফালুদা ইফতারে বানাতে পারেন চিঁড়ার ফালুদা
ভোলার গ্যাস যাচ্ছে ঢাকায় ভোলার গ্যাস যাচ্ছে ঢাকায়
মনপুরায় পুকুরের পানিতে ডুবে চেয়ারম্যানের শিশু পুত্রের মৃত্যু মনপুরায় পুকুরের পানিতে ডুবে চেয়ারম্যানের শিশু পুত্রের মৃত্যু
ভোলার মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি ভোলার মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি
<small>প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচারনায়</small> তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের লিফলেট বিতরণ । প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচারনায় তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের লিফলেট বিতরণ ।
ইলিশা নদীতে ধরা পড়ল ৬মণের শাপলাপাতা মাছ ইলিশা নদীতে ধরা পড়ল ৬মণের শাপলাপাতা মাছ
ভোলা-লক্ষীপুর রুটে ২ ফেরি বিকল, ঘাটেই নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার তরমুজ ভোলা-লক্ষীপুর রুটে ২ ফেরি বিকল, ঘাটেই নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার তরমুজ
<small>দুই কোটি টাকার সম্পত্তি নিয়ে</small>চরফ্যাশনে  দুই ভাইয়ের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন দুই কোটি টাকার সম্পত্তি নিয়েচরফ্যাশনে দুই ভাইয়ের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভোলার গ্যাস যাচ্ছে ঢাকায়
ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ ৪ জেলে আটক
ডায়াবেটিক নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থদেহ, সুস্থ মনভোলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস উদযাপন
মেঘনা ও তেতুলিয়া নদীতে .ভোলায় টানা দুই মাসের জাটকা সংরক্ষণ অভিযান
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
নতুন গবেষণাপৃথিবীর অভ্যন্তরীণ স্তরটি লোহার একটি প্রশস্ত বল
লাল গোলাপ যে অর্থ বহন করে
বিপিএল ২০২৩রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে খুলনাকে হারালো কুমিল্লা
ঠিক হয়নি সাবমেরিন ক্যাবল৭ মাস অন্ধকারে মাঝেরচর ও মদনপুরবাসী
যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে জেনে নেওয়া উচিত