

মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালোবাসা হোক প্রতিদিনময়: বুবলী
ভালোবাসা হোক প্রতিদিনময়: বুবলী
ভোলাবাণী বিনোদন।।ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস আজ (১৪ ফেব্রুয়ারি)। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয় নানা আয়োজনে। দিবসটি উপলক্ষে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা লিখছেন তারকারা।
ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কী!’এদিকে সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত বুবলী। হাতে আছে একগুচ্ছ সিনেমা। যদিও শাকিব খানের সঙ্গে জুটি ভাঙার পর কোনো ছবিতেই সফলতা পাননি।
এর মধ্যেই ‘লোকাল’ নামে একটি সিনেমায় তাকে নেত্রীর ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বুবলী। এতে তার নায়ক আদর আজাদ।