আগামী সংসদ নির্বাচনে যুবলীগের নেতৃত্বেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে : এমপি শাওন

প্রথম পাতা » তজুমদ্দিন » আগামী সংসদ নির্বাচনে যুবলীগের নেতৃত্বেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে : এমপি শাওন
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



মেহেদী হাসান মামুন।।ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি।।  ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে যুবলীগের নেতৃত্বেই নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছবি: তজুমদ্দিনে যুবলীগের পরিচিতি সভায় বক্তব্য রাখছেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি

এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার সকালে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি শাওন আরো বলেন, শেখ হাসিনা সরকারে আছে বলেই আমি আপনাদের বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। এক হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে আপনাদের নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে বরাদ্ধ পেয়েছি।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সহসভাপতি মাষ্টার তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ কিরন, ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল, আবু তাহের মিয়া, মো: রাসেল মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।

বাংলাদেশ সময়: ২০:৪০:১৬   ৮৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥
জনবল সংকটে তজুমদ্দিনে বেহাল প্রাথমিক শিক্ষা ॥
তজুমদ্দিনে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।
তজুমদ্দিনে জাতীয় সমবায় দিবস পালিত
মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ম্যানগ্রোভ বন, সংরক্ষণের দাবী সচেতন মহলের

আর্কাইভ