বিপিএল-২০২৩সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা

প্রথম পাতা » খেলাধূলা » বিপিএল-২০২৩সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট হারলেও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে তাদের। আগামী মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মাশরাফিরা। এই ম্যাচে জয়ী দল আগামী ১৬ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে মাঠে নামবে।

সিলেটকে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে কুমিল্লা

মিরপুরে রোববার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট। জবাবে ২০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা, ১৩০/৬। বিপিএলে কুমিল্লার এটি চতুর্থবারের মতো ফাইনাল। আগের তিনবার ফাইনালে উঠে শিরোপা জিতেছিল তারা। তার মানে, ফাইনালে উঠলে কুমিল্লা কখনো হারে না।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুনসহজ লক্ষ্যে খেলতে নেমে কুমিল্লাকে তেমন বেগ পেতে হয়নি। লিটন ও জনসন চার্লস ব্যর্থ হলেও সুনিল নারাইন ও মোসাদ্দেকের ব্যাটে লক্ষ্যে পৌঁছায় দলটি। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ১৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করেন নারাইন। ২৭ বলে ২৭ রান করেন মোসাদ্দেক হোসেন। ১৩ বলে এক চার ও দুই ছক্কায় ২১ রান করেন মঈন আলী। বল হাতে সিলেটের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার রুবেল হোসেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বাজে ছিল সিলেটের। ১৬ রানের মধ্যে তিন উইকেট হারায় দলটি। দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেলের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দেন শফিকুল্লাহ গাফারি (৫)। একই ওভারে রান আউটের শিকার হার্ড হিটার তৌহিদ হৃদয় (০)।

পরের ওভারে বল করতে আসেন কুমিল্লার ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। নিজের প্রথম ওভারেই সফল তিনি। ফেরান ৪ বলে দুই রান করা জাকির হাসানকে। এমন অবস্থায় দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন ওপেনার নাজমুল হাসান শান্ত ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দলীয় ৭২ রানে শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে তানভিরের তালুবন্দি হন মাশরাফি। ১৭ বলে দুই চার ও ছক্কায় ২৬ রান করেন ম্যাশ। তার বিদায়ের পর টিকতে পারেননি শান্তও। তানভিরের বলে বোল্ড হয়ে যান ২৯ বলে চারটি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান করা শান্ত।

মুশফিকুর রহিম ২২ বলে করেন ২৯ রান। জর্জ লিন্ডে ১৪ বলে করেন ১৩ রান। শেষের দিকে সিলেটের ব্যাটিং দেয়াল ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। বল হাতে কুমিল্লার হয়ে তানভির, রাসেল, মুস্তাফিজুর দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৩   ৭৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ