

মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ভোলাবাণী ।।লালমোহন প্রতিনিধি।। ভোলায় বসতঘরে মোটর পাম্প দিয়ে পানি উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. গাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) চর কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। মো. গাজী ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর কচুয়াখালী গ্রামের মো. নূর ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে গাজী তার বসতঘরে মোটর পাম্প দিয়ে পানি তুলছিলেন। তখন হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।