শিরোনাম:
ভোলা, রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

Bholabani
রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জাতীয় » রাজস্ব সম্মেলন-২০২৩ সামর্থ্যবান সবাইকে কর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » জাতীয় » রাজস্ব সম্মেলন-২০২৩ সামর্থ্যবান সবাইকে কর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
৩২ বার পঠিত
রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজস্ব সম্মেলন-২০২৩ সামর্থ্যবান সবাইকে কর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভোলাবাণী ডেক্স।।  দেশবাসীকে কর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি আরও কর সংগ্রহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘শুধু রাজধানী বা শহরে নয়, সারা দেশে কর দিতে সক্ষম যারা, দয়া করে আপনার কর পরিশোধ করুন। সরকার আপনার পরিষেবা এবং কল্যাণে আপনার অর্থ ব্যবহার করবে।’

রোববার রাজস্ব সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবি : সংগৃহীত

আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দেশে প্রথম দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলন-২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, সমগ্র বিশ্ব এখন অর্থনৈতিক মন্দা এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে যার প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। তিনি বলেন, ‘কাজেই, আমাদের সেগুলোর (অর্থনৈতিক মন্দা এবং উচ্চ মুদ্রাস্ফীতির হার) মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। আমরা যত বেশি ট্যাক্স সংগ্রহ করব, ততই এটি অতিক্রম করা সহজ এবং সম্ভব হবে।’

প্রধানমন্ত্রী করের পরিমাণ বাড়ানোর পরিবর্তে করদাতার সংখ্যা সম্প্রসারণে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে এবং জনগণকে কর দিতে উদ্বুদ্ধ করতে সারা দেশে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা শুধু রাজধানী কেন্দ্রিক নয়, সারা দেশেই আমি সবাইকে বলব যারা কর দেবার সামর্থ্য রাখেন, আপনারা দয়া করে কর দেবেন। সেটা আপনাদের সেবায়ই সরকার কাজে লাগাবে।’

তিনি বলেন, ‘যেহেতু বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, আজকে প্রতিটা জিনিসের দাম বেড়েছে। আজকে তেল, গ্যাস, গম, ভোজ্যতেল, চিনিসহ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আমাদের আওয়ামী লীগ সরকার তা সত্ত্বেও এগুলো অধিকমূল্যে কিনে নিয়ে আসছে। সেখানে পরিবহন ব্যয়ও বেড়েছে, ৮শ ডলারের জাহাজ ভাড়া এখন ৩ হাজার ৮শ ডলার। আমরা ভর্তুকি দিয়ে অধিক মূল্যে কিনে এনে তা কমমূল্যে দেশের মানুষকে দিচ্ছি। এক কোটি মানুষ টিসিবির কার্ড পেয়েছে, সবখানে ভর্তুকি মূল্যে মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হচ্ছে, কৃষিতে সরকার ভর্তুকি দিচ্ছে, করোনাকালীন সময়ে ব্যবসায়ীদের শিল্প ও কলকারখানা চালু রাখার জন্য সরকার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। এভাবেই সরকার সবাইকে দুঃসময়ে ভর্তুকি অব্যাহত রেখেছে।’

শেখ হাসিনা বলেন, ‘এখন সরকার যাতে রাষ্ট্র চালাতে পারে বা মানুষের জন্য কাজ করতে পারে সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। কারণ ভর্তুকি আমরা আর কত দিতে পারব। তা ছাড়া আমাদের উন্নয়ন কাজগুলো যাতে ব্যাহত না হয় সেদিকেও দেখতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম এবং সদস্য ড. আব্দুল মান্নান শিকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য প্রদ্যুৎ কুমার সরকার। অনুষ্ঠানে এনবিআরের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

প্রধানমন্ত্রী এর আগে রাজধানীর আগারগাঁওয়ে ৪১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনির্মিত ১২ তলা রাজস্ব ভবন উদ্বোধন করেন। ভবন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এর বিভিন্ন স্থান পরিদর্শনও করেন।





জাতীয় এর আরও খবর

<small>স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী</small> বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু জীবনকে উৎসর্গ করেছিলেন’ স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু জীবনকে উৎসর্গ করেছিলেন’
প্রাথমিক বিদ্যালয়ে রমজানেও চলবে ক্লাস প্রাথমিক বিদ্যালয়ে রমজানেও চলবে ক্লাস
<small>সিএনএন’কে প্রধানমন্ত্রী</small>ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত সিএনএন’কে প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত
নির্বাচন কমিশনকে অবাধ-নিরপেক্ষ করে গড়ে তোলা হয়েছে : প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অবাধ-নিরপেক্ষ করে গড়ে তোলা হয়েছে : প্রধানমন্ত্রী
নির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন : প্রধানমন্ত্রী নির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন : প্রধানমন্ত্রী
<small>জাতীয় বিমা দিবসে প্রধানমন্ত্রী</small> গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে জাতীয় বিমা দিবসে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে
বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
<small>প্রধানমন্ত্রীর নির্দেশ </small>অনিয়ম রোধে কার্ডের মাধ্যমে ওএমএসের চাল-আটা বিক্রি প্রধানমন্ত্রীর নির্দেশ অনিয়ম রোধে কার্ডের মাধ্যমে ওএমএসের চাল-আটা বিক্রি
বিমানবন্দরে হবে ল্যান্ডমার্ক পথচারী আন্ডারপাস বিমানবন্দরে হবে ল্যান্ডমার্ক পথচারী আন্ডারপাস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘের শুভেচ্ছা বার্তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘের শুভেচ্ছা বার্তা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভোলার গ্যাস যাচ্ছে ঢাকায়
ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ ৪ জেলে আটক
ডায়াবেটিক নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থদেহ, সুস্থ মনভোলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস উদযাপন
মেঘনা ও তেতুলিয়া নদীতে .ভোলায় টানা দুই মাসের জাটকা সংরক্ষণ অভিযান
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
নতুন গবেষণাপৃথিবীর অভ্যন্তরীণ স্তরটি লোহার একটি প্রশস্ত বল
লাল গোলাপ যে অর্থ বহন করে
বিপিএল ২০২৩রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে খুলনাকে হারালো কুমিল্লা
ঠিক হয়নি সাবমেরিন ক্যাবল৭ মাস অন্ধকারে মাঝেরচর ও মদনপুরবাসী
যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে জেনে নেওয়া উচিত