

শুক্রবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » দুলার হাট » দুলারহাটে রাতের আঁধারে বসত ঘর ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ
দুলারহাটে রাতের আঁধারে বসত ঘর ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি।।
ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমলে রাতের আঁধারে মোঃ জসিম নামের এক দিনমজুরের বসত ঘর ভেঙে নিয়ে যাওয়া অভিযোগ পাওয়া গেছে আলমগীর মাল, রিয়াজ, বাসার ও নুরুল হকের বিরুদ্ধে।
গত বুধবার (২৮ জানুয়ারী) উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২ ফেব্রæয়ারী) জসিম অভিযোগ করেন, তার ৪ শতাংশ সম্পত্তির মধ্যে বসত ঘর ছিল। সে তার পরিবার নিয়ে কর্ম করার জন্য ঢাকাতে বসবাস করে। গ্রামের বাড়ীর বসত ঘরে বসবাস করা হয়না। ২৮ জানুয়ারী বুধবার আলমগীর মাল, রিয়াজ, বাসার ও নুরুল হকসহ আরো কয়েকজনে মিলে রাতের আঁধারে বসত ঘর ভেঙে নিয়ে যায় ও সম্পত্তি দখল করে নেয়। আলমগীর মাল সেখানে মাটি দিয়ে ভরাট করে নতুন করে ভিটি তৈরি করে এবং গরু রাখার ঘর নির্মান করে।
অভিযুক্ত আলমগীর মাল জানান, ৪ শতাংশ সম্পত্তি কাগজ পত্রে যে পায় সে নিয়ে যাবে।
দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, এ ঘটনায় কোন অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।