নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

প্রথম পাতা » খেলাধূলা » নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



ভোলাবাণী স্পোর্টস ডেস্ক।। দড়জায় কড়া নাড়ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে জায়গা হয়েছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ মাতানো স্বর্ণা আক্তারের।

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বিশ্বমঞ্চে এসে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে স্বর্ণার সুযোগ হওয়ার সাথে স্কোয়াডে ফিরেছেন শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি। এছাড়াও স্কোয়াডে রয়েছেন নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো দোলা, মারুফা ও দিশা। মূল স্কোয়াডে জায়গা হয়নি ফারজানা ও মেঘলার। এছাড়াও বাদ পড়েছেন এশিয়া কাপে হ্যাটট্রিক করা ফারিয়া তৃষ্ণা।চলতি মাসের ২৩ তারিখে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়া হবে জ্যোতির দল। এরপর কন্ডিশনিং ক্যাম্পের পর ৬ ও ৮ তারিখে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের মূল খেলা ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি(অধিনায়ক), মারুফা আক্তার মনি, দিলারা আক্তার দোলা, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন হ্যাপি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।

স্ট্যান্ডবাই:
রাবেয়া খান, সানজিদা আক্তার মেঘলা, শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিংকি।

বাংলাদেশ সময়: ২১:৩৬:৫৭   ৭৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার
বিপিএল-২৪রংপুরকে হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল

আর্কাইভ