চরফ্যাশনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও নির্বাচনী অফিস বন্ধ করে দেয়ার অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও নির্বাচনী অফিস বন্ধ করে দেয়ার অভিযোগ
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



---চরফ্যাশন অফিস॥
চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক মোল্লা আবুল কালাম আজাদের প্রচার মাইক ও নির্বাচনী অফিস বন্ধ এবং গণসংযোগকারীদেরকে মাঠ থেকে উঠিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রতীকের প্রার্থী মো.হোসেন মিয়ার ছেলে হারুন ও বহিরাগত ক্যাডারদের বিরুদ্ধে।
চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের বীর মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদ বুধবার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে নিয়োজিত চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নিকট এমন অভিযোগ করেছেন।
স্বতন্ত্র প্রার্থী মোল্লা আবুল কালাম আজাদের লিখিত অভিযোগ এবং তার ভাষ্যমতে, তার প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের মোঃ হোসেনের ছেলে হারুনসহ বহিরাগত এনায়েত, সিরাজ, সাইফুল, ইউসুফ, রাব্বিসহ প্রায় ১২০জন মঙ্গলবার বিকেল কাসেমগঞ্জ বাজারে তার নির্বাচনী প্রচার মাইক এবং চকবাজারে স্থাপনকৃত তার নির্বাচনী অফিস বন্ধ করে দিয়েছেন। অকথ্য ভাষায় গালমন্দ করেন মাঠে গণসংযোগকারী মহিলাদেরকে ।  নির্বাচনী প্রচারণায় নিয়োজিত তার পুরুষ ওয়ার্কারদেরকেও বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন।
তবে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হোসেন মিয়া অভিযোগ অস্বিকার করে বলেছেন, আমার লোকজনের বিরুদ্ধে আনিত অভিযোগ ভূয়া ও উদ্দেশ্য প্রণোদিত। আমার ভাবমুর্তি নষ্ট করার জন্য এমন অভিযোগ করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল মতিন খান বলেন, স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৩   ৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা
চরফ্যাশনে হাঙ্গর মাছের শুটকিসহ গ্রেফতার-২

আর্কাইভ