

বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফতিমা হক রাকা সভাপতি,সম্পাদক জাবেদ মাসুদ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মিরপুর ল’ কলেজ শাখার কমিটি গঠন
ফতিমা হক রাকা সভাপতি,সম্পাদক জাবেদ মাসুদ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মিরপুর ল’ কলেজ শাখার কমিটি গঠন
স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। বাংলাদেশের সর্ব বৃহৎ আইন ছাত্র সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মিরপুর ল’ কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের কেন্দ্রীয় সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে গতিশীল করার লক্ষে মিরপুর কলেজ শাখা কমিটি আগামি ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।উপস্থিত নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ফাতিমা হক রাকাকে সভাপতি ও জাবেদ মাসুদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নুতন কমিটি ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, সাবেক সংসদ আলতাফ মাহমুদ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিমুর রহমান সেলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারন সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন খান, ঢাকা উত্তরের সাধারন সম্পাদক মোঃ নাদিমুল ইসলাম, বিভিন্ন ল’কলেজের সভাপতি সাধারন সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।