পুষ্টিগুণে ভরপুর চিয়া সিড কেন খাবেন

প্রথম পাতা » প্রধান সংবাদ » পুষ্টিগুণে ভরপুর চিয়া সিড কেন খাবেন
বুধবার, ৯ নভেম্বর ২০২২



ভোলাবাণী লাইফ স্ট্যাইলঃচিয়া সিড আকারে খুব ছোট হলেও এর পুষ্টিগুণের তালিকা কিন্তু বিশাল। প্রাচীন অ্যাজটেক ও মায়ান সভ্যতার সময় থেকে এই দানাদার শস্য মানুষের স্বাস্থ্যের খেয়াল রেখে আসছে। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, মিনারেল, ফাইবার, ওমেগা-৩, ফ্যাটি অ্যাসিডসহ নানা পুষ্টিগুণ; যা আমাদের হৃদরোগ ও হাড়ের ক্ষয়জনিত সমস্যা থেকে দূরে রাখে।

চিয়া সিডে রয়েছে ক্যালরি, প্রোটিন, ফ্যাট, কার্ব, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও ফসফরাস।প্রতীকী ছবি

চলুন জেনে নিই, কেন প্রতিদিনের খাবারের তালিকায় রাখবেন এই শস্যজাতীয় খাবার…
চিয়া সিডে রয়েছে ক্যালরি, প্রোটিন, ফ্যাট, কার্ব, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও ফসফরাস।

পুষ্টিগুণে ভরপুর
প্রাচীনকালে অ্যাজটেক ও মায়ান সভ্যতায় এই শস্যের ব্যবহার হতো প্রতিদিনের খাবার, ধর্মীয় বিভিন্ন রীতি এমনকি প্রসাধনী বানানোর ক্ষেত্রে। এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ। এক আউন্স বা ২৮ গ্রাম, অর্থাৎ দুই টেবিল চামচ চিয়া সিডে রয়েছে ১৩৮ ক্যালরি, ৪.৭ গ্রাম প্রোটিন, ৮.৭ গ্রাম ফ্যাট, ১১.৯ গ্রাম কার্ব ও ৯.৮ গ্রাম ফাইবার। এ ছাড়া রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও ফসফরাস।

অ্যান্টি-অক্সিডেন্ট

অ্যান্টি-অক্সিডেন্টের খুবই ভালো একটি উৎস চিয়া সিড। এই অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার, অ্যান্টি-এজিং, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে।
ডিং বানিয়ে, ওটমিলের সঙ্গে, সিরিয়াল, দই বা সবজির সঙ্গে মিশিয়েও খেতে পারেন চিয়া সিড।

---ওজন কমায়

চিয়া সিডে বেশ ভালো পরিমাণে প্রোটিন ও ফাইবার আছে। আর এ দুটোই ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। তাই বলা যায়, চিয়া সিড এক অর্থে ওজন কমাতে সাহায্য করে। এতে থাকা ফাইবার পেট ভারী করে, ক্ষুধা কমায়।

হাড় মজবুত করে

চিয়া সিডে থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত এবং ক্ষয় রোধে খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন চিয়া সিড খাবারের তালিকায় রাখা দরকার।

ডিং বানিয়ে, ওটমিলের সঙ্গে, সিরিয়াল, দই বা সবজির সঙ্গে মিশিয়েও খেতে পারেন চিয়া সিড।প্রতীকী ছবি

খাওয়া সহজচিয়া সিড প্রতিদিনের খাবারের তালিকায় রাখাটা খুবই সহজ। এটি আপনাকে আলাদাভাবে রান্না করতে হবে না। তাহলে যে কোনো জুস, স্মুদি, এমনকি পানির সঙ্গে মিশিয়ে কাচাই খাওয়া যায়। আবার চাইলে পুডিং বানিয়ে, ওটমিলের সঙ্গে, সিরিয়াল, দই বা সবজির সঙ্গে মিশিয়েও খেতে পারেন।

তবে এটা মনে রাখতে হবে যে, কখনো এটা অতিরিক্ত পরিমাণ খাওয়া যাবে না। এতে উচ্চমানে ফাইবার থাকায় অতিরিক্ত চিয়া সিড খেলে হজমে সমস্যা হতে পারে। প্রতিদিন দেড় টেবিল চামচ বা ২০ গ্রামের বেশি চিয়া সিড খাওয়া যাবে না এবং এর সঙ্গে অবশ্যই প্রচুর পরিমাণ পানি খেতে হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৩৩   ৮৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ