বাকিটা জীবন ভোলার উন্নয়নে কাজ করে যাবো : তোফায়েল আহমেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বাকিটা জীবন ভোলার উন্নয়নে কাজ করে যাবো : তোফায়েল আহমেদ
শনিবার, ২২ অক্টোবর ২০২২



মাহমুদুল হাসান ফাহাদ।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, আমি মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আর যতদিন বাঁচবো তত দিন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের সেবায় কাজ করে যাবো, ইনশাআল্লাহ।


তোফায়েল আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।তোফায়েল আহমেদ তার ৮০তম জন্মদিন উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেছেন।

তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলার মানুষ আমাকে ভালোবাসে। ভোলাবাসী আমাকে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত করেছে। আমি ভোলার মানুষের কাছে কৃতজ্ঞ। বাকি জীবন আমি ভোলার উন্নয়নে কাজ করে যাবো।


ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক সহসভাপতি ও পিপি এ্যাডভোকেট আশরাফ হোসেন লাবু, সাবেক সহসভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।


পরে তোফায়েল আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:২৪:১০   ৯৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী

আর্কাইভ