এ আর রাছেল। ।ভোলাবাণী।।
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা নুর ইসলাম(৩৫) কে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে চাচা আবু তাহের মাঝি ও আব্দুল মালেক গঙ্গদের বিরুদ্ধে।
এ সময় নিহতের স্ত্রী মরিয়ম বেগমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শুক্রবার সকাল ৮ টায় এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই বাড়ির আব্দুর রশিদ জমাদারের ছেলে।
মামলার বিবরণী ও এলাকা সূত্রে জানা যায়,আবু তাহের মাঝি গং সহ জনৈক ব্যক্তির সাথে নিহত নুর ইসলামদের সাথে পূর্ব থেকে চলে আসা জাল দলিলের মামলা উত্তোলনের খরচের টাকা কে কেন্দ্র করে চাচা তাহের মাঝি গং ও নুর ইসলামদের সাথে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন শুক্রবার সকালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে নুর ইসলামকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে আনে।পরে মামলা নিষ্পত্তির জন্য খরচের টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা আবু তাহের গংরা নুর ইসলাম ও তার স্ত্রী মরিয়ম বেগমকে কুপিয়ে জখম করে।
আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।নুর ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল (শেবাচিম) মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৫ টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম আজ শনিবার শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করেন যার নং ০৬/২২।
পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আসামী চাচা আব্দুল মালেক কে গ্রেফতার করেন।
এ বিষয়ে শশীভূষণ থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে।বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ১৮:২১:০০ ১৫ বার পঠিত |