কোথায় পড়াবেন আপনার সন্তান কে ?

প্রথম পাতা » প্রধান সংবাদ » কোথায় পড়াবেন আপনার সন্তান কে ?
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২



ভোলাবাণী উপ সম্পাদকীয় ঃ

কোথায় পড়াবেন সন্তান কে? ????????

আপনার চারপাশে প্রতিনিয়ত গড়ে উঠছে প্রাইভেট মাদরাসা, স্কুল ও শিশু বিদ্যাপীঠ। এক কথায় এগুলো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।  আপনি ভেবেছেন কী আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা সুযোগ করে দিচ্ছেন! একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান চিনবেন কী করে? নীচের বিষয়গুলো পরখ করলেই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান চেনা সম্ভব। আর না হয় শুভংকরের ফাঁকির মধ্যে জড়িয়ে যাবেন।

---একটি আদর্শ বিদ্যালয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের সমমানের অবকাঠামো ও সুযোগসুবিধা থাকবে। নৈতিক শিক্ষার প্রতি প্রতিষ্ঠানটি যত্নশীল থাকবে। ছাত্র-শিক্ষকের যথাযথ অনুপাত, আইসিটির ব্যবহার, শিক্ষার সুস্থ পরিবেশ, উপযুক্ত পাঠক্রম এবং মান ও ফলাফলের উপর জোর দেওয়া হবে। থাকবে শালীন ও ভদ্র ইউনিফর্ম।


আদর্শ বিদ্যালয়ের আরো বৈশিষ্ট্য জেনে নিই :


১। আদর্শ বিদ্যালয়ে যে শিক্ষা দেওয়া হবে তা হবে সর্বাত্মক চরিত্রের। সেখানে কেতাবি শিক্ষা ছাড়াও শারীরিক, মানসিক ও রুচির বিকাশের দিকেও লক্ষ্য রাখা হবে।

২। একেবারে নতুন বিদ্যালয় স্থাপন করা যেতে পারে অথবা বর্তমান কোনও বিদ্যালয়কে আদর্শ স্কুলে পরিবর্তিত করা যেতে পারে।

৩। এই সব বিদ্যালয়ে কেতাবি শিক্ষা ছাড়াও খেলাধূলা ও আনুষঙ্গিক কার্যকলাপের উপযুক্ত পরিকাঠামো থাকবে। খেলাধূলা, আমোদপ্রমোদ ও বাইরের ক্রিয়াকলাপের ব্যবস্থা থাকবে। আদর্শ বিদ্যালয়ে মাঠ, বাগান, অডিটোরিয়াম থাকবে।

৪। পাঠক্রম আঞ্চলিক সংস্কৃতি এবং পরিবেশের সঙ্গে মানানসই এবং শিক্ষা কার্যকলাপভিত্তিক হবে।

৫। এই সব বিদ্যালয়ে যথেষ্ট পরিমাণে আইসিটি পরিকাঠামো, ইন্টারনেট সংযোগ ও পুরো সময়ের কম্পিউটর শিক্ষক থাকবে।

৬। শিক্ষক ছাত্রের অনুপাত ১:২৫-এর বেশি হবে না এবং কক্ষে অন্তত ৩০ জন ছাত্রের জায়গা থাকবে। কোনও ভাবেই শ্রেণিতে ছাত্রের অনুপাত ১:৪০ এর বেশি হবে না।

৭। এই সব বিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়গুলির শিক্ষক ছাড়াও ধর্মীয় ও নৈতিক শিক্ষক থাকবে।

৮। বিজ্ঞান, গণিত ও ইংরাজি শিক্ষার উপর জোর দিতে হবে। প্রয়োজনে দুর্বল ছাত্রদের সুবিধার্থে সেতু বন্ধনের বিশেষ পাঠক্রম চালু করা যেতে পারে।

৯। নেতৃত্বের গুণ, দলগত মনোভাব, অংশগ্রহণের ক্ষমতা, বাস্তব জীবনের মোকাবিলার জন্য সাধারণ পারদর্শিতা এবং সক্ষমতা বিকাশ ইত্যাদির জন্য বিদ্যালয়ের কার্যক্রমে উপযুক্ত বস্তু/ বিষয় থাকবে।

১০। স্বাস্থ্যশিক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।

১১। ভালো গ্রন্থাগার থাকবে যেখান থেকে ছাত্র ও শিক্ষকরা বই ও পত্রপত্রিকা পেতে পারে।

১২। বাইরের ক্রিয়াকলাপ এবং শিক্ষামূলক ভ্রমণ বিদ্যালয়ের কার্যক্রমের আবশ্যিক অঙ্গ হবে।

১৩। স্বাধীন ভাবে ভর্তির পরীক্ষার মাধ্যমে ছাত্র নির্বাচন করা হবে।

১৪। অধ্যক্ষ এবং শিক্ষক নিয়োগে ব্যবস্থাপনা ও পাঠদান যোগ্যতার মূল্যায়ণ করতে হবে।

১৫। প্রাইভেট মাদরাসা হলে কুরআন ও হাদিস ভিত্তিক শিক্ষা অগ্রগন্য হবে। মাদরাসায় অবশ্যই মসজিদ বা, নামাজ পড়ার নিরিবিলি স্থান থাকতে হবে।

১৬। নিজস্ব স্টুডেন্ট যানবাহন/ট্রান্সপোর্ট আবশ্যক।

???? হুট করি নিজের সন্তানকে প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের মিষ্টি কথায় যেখানে সেখানে ভর্তি করাবেন না। মনে রাখবেন,  একটি শিক্ষা প্রতিষ্ঠান যেমনি আপনার সন্তানকে শিক্ষিত, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, ঠিক তেমনি শিক্ষার নামে তার অনাগত ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে! একশ্রেণীর লোভী ব্যক্তিগণ আপনার চারপাশে এমন বহু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে, যারা শিক্ষাকে বাণিজ্য হিসেবে গ্রহণ করেছে। এদের থেকে আপনার কোমলমতি সন্তানের শিক্ষাজীবন বাঁচান।

লেখক - গাজী তাহের লিটন

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ১৯:২৪:১২   ১৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী

আর্কাইভ