একাই লড়াইয়ের চেষ্টা সাকিবের,হারের বৃত্তে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধূলা » একাই লড়াইয়ের চেষ্টা সাকিবের,হারের বৃত্তে বাংলাদেশ
বুধবার, ১২ অক্টোবর ২০২২



ভোলাবাণী স্পোর্টস ডেক্স ঃ ঘরের মাঠে উড়ন্ত সূচনা পাওয়া নিউজিল্যান্ডে ২০৮ রানের সংগ্রহ পায় কনওয়ে ও ফিলিপসের ব্যাটিং তাণ্ডবে। ২০৯ রানে লক্ষ্যে খেলতে নেমে লড়াইয়ের চেষ্টা করলেও ৪৯ রানের হার মানে সাকিবের দল।

ক্রাইস্টচার্চে আজ (বুধবার) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের হয়ে টস করতে আসেন টিম সাউদি। সাকিবের আমন্ত্রণে সাড়া দিয়ে ওপেনিংয়ে আসেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

সাকিব আল হাসান।

টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ৪৫ রানের সংগ্রহ পায় ওপেনিং জুটিতে। ৩২ রানে অ্যালেন ফিরে গেলে কনওয়ের সাথে জুটি বাঁধেন অভিজ্ঞ ব্যাটার মার্টিন গাপটিল। দ্বিতীয় উইকেট জুটিতে অনবদ্য ব্যাটিং উপহার দেন দুই ব্যাটার। দলীয় ১২৭ রানের মাথায় ৩৪ রানে ব্যাট করা গাপটিলকে ফিরিয়ে দেন এবাদত। অপর প্রান্তে ফিফটি তুলে নেন কনওয়ে। ফিফটির পর কনওয়ে ফিরে গেলে ঝড় তোলেন গ্লেন ফিলিপস। মাত্র ২৪ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন এই ব্যাটার। ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ২০৮ রান। বাংলাদেশের বোলারদের পক্ষে সাইফউদ্দিন ও এবাদত দুইটি করে উইকেট শিকার করেন, একটি উইকেট উঠে শরিফুলের ঝুলিতে।২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ। শূন্য রানেই ক্যাচ তুলে দেন শান্ত, যদিও ফিল্ডারদের মিস টাইমিংয়ে প্রথম যাত্রায় বেঁচে যান এই ওপেনার। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন শান্ত। মাত্র ১১ রান করে মিনলের শিকারে পরিণত হয়ে ফেরেন সাজঘরে। দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্যকে সাথে নিয়ে লড়াই করেন লিটন দাস। কিন্তু দলীয় ৪৭ রানের মাথায় লিটন ২৩ রানে ফিরলে ফিকে হয়ে আসে জয়ের স্বপ্ন। সেই স্বপ্নে আবারও আশার আলো দেখান তৃতীয় উইকেট জুটি। সাকিব-সৌম্যর জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এবারও আশা জাগিয়ে হতাশ করেন সৌম্য, ফেরেন ২৩ রানেই। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ৯০ রান। সৌম্যর বিদায়ের পর দ্রুত ফিরে যান আফিফও। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৯৮ রান।

সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে সোহানকে সাথে নিয়ে লড়াইয়ের চেষ্টা চালিয়ে যেতে থাকেন সাকিব আল হাসান। কিন্তু মিনলের বলে সোহান ২ রানে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। শেষ ৩০ বলে ৮৭ রানের প্রয়োজন দাঁড়ায় বাংলাদেশের সামনে। দলীয় ১৬ তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ৩৩ বলে অর্ধশতক পূরণ করেন সাকিব আল হাসান। শেষ দিকে সাকিব একা লড়াই চালালেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিলো না। সাউদির বলে কনওয়েকে ক্যাচ দিয়ে ফেরার আগে খেলেন ৭০ রানের অনবদ্য ইনিংস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করলে ৪৯ রানে হেরে যায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ২০৮/৫(২০ ওভার)
কনওয়ে ৬৪, ফিলিপস ৬০, গাপটিল ৩৪
সাইফউদ্দিন ৩৭/২, এবাদত ৪০/২

বাংলাদেশ ১৬০/৭ (২০ ওভার)
সাকিব ৭০, লিটন ২৩, সৌম্য ২৩
মিনলে ২৪/৩, সাউদি ৩৬/২

বাংলাদেশ সময়: ২১:৪২:৩২   ৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ