

শুক্রবার ● ৩০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিন কুঞ্জেরহাটে BLUE DREAM এর নতুন শাখার উদ্বোধন
বোরহানউদ্দিন কুঞ্জেরহাটে BLUE DREAM এর নতুন শাখার উদ্বোধন
ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজারেআন্তর্জাতিক ব্র্যান্ড ব্লু ড্রিম’র উন্নত মানের পোশাক পন্য শাখা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় দোয়ানুষ্ঠান, কেক ও ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয় আন্তর্জাতিক ব্র্যান্ড ব্লু ড্রিম’র কুঞ্জেরহাট শাখা।স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্লু ড্রিম’র ব্যবস্থাপনা পরিচালক কে.এস. এম স্বপ্নীল চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী (তুহিন হাওলাদার), বাংলাদেশ দোকান মালিক সমিতি ফেডারেশন (ঢাকা অঞ্চল) যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ. এম এরশাদ, ডাঃ আব্দুস সাত্তার প্রমূখ।
এসময় প্রধান অতিথি স্বপ্নীল চৌধুরী বলেন, বাংলাদেশে সবচেয়ে কমদামে ব্লু ড্রিম’র পোশাকের ব্র্যান্ড পণ্য বাজারজাত করে থাকে। তিনি দ্বীপজেলা ভোলাবাসীকে ব্লু ড্রিম’র কুঞ্জেরহাটের নতুন শাখায় কেনাকাটার আমন্ত্রণ জানান।