মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২



মোঃ ছলাহ উদ্দিন।।ভোলাবাণী।। মনপুরা প্রতিনিধি।। মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ৫ দফা দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছেন। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ৫ দফা দাবী আদায়ের লক্ষে ৪ দিনের মত কর্মবিরতি অব্যাহত রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

মনপুরায় ৫ দফা দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করেছেন দুর্যোগ ব্যবস্থাপন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন তারা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ৫ দফা দাবীগুলো হলো ১.দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। ২. জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। ৩. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। ৪. সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন। ৫. দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরন।

গুরুত্বপুর্ন এই অফিসে কর্মবিরতির ফলে সরকারের উন্নয়ন সংশ্লিষ্ঠ কর্মকান্ড চরমভাবে ব্যহত হচ্ছে। ফিরে যাচ্ছে আগত সেবা প্রার্থীরা।

মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মোঃ ইলিয়াছ মিয়া জানান, সরকারের অন্যান্য দপ্তরের প্রাপ্য সুবিধা অনুযায়ী আমাদের ৫দফা ন্যায্য দাবী আদায়ের জন্য এই (কর্মবিরতি) আন্দোলন। অনতিবিলম্বে আমাদের ন্যায্য দাবী মেনে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহব্বান জানান তিনি। নির্ধারিত কর্মসূচীর আওতায় কর্মবিরতি কর্মসূচী চলবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত। কর্মবিরতির শেষে বৃহস্পতিবার সারা বাংলাদেশে একযোগে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৯:৩২:৫৮   ৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ