মনপুরায় ল্যান্ডিং স্টেশন ভেঙ্গে ফিশিং ট্রলার ডুবি |

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় ল্যান্ডিং স্টেশন ভেঙ্গে ফিশিং ট্রলার ডুবি |
সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২



মোঃ ছালাহ উদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা থেকে।। ভোলার মনপুরায় ল্যান্ডিং স্টেশন ভেঙ্গে মাছ ধরার জেলে ট্রলারে উপরে পড়লে ট্রলারটি ভেঙ্গে বৈরি আবহাওয়ায় প্রবল স্রোতে মেঘনা নদীতে ডুবে যায়। ট্রলারসহ ৬ জেলে নদীতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘন্টা চেষ্ঠার পরে ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মনপুরায় ল্যান্ডিং স্টেশন ভেঙ্গে ফিশিং ট্রলার ডুবি |ট্রলারের মালিক ইসমাইল মাঝি জানান, ঘটনার সময় ট্রলারটি ল্যান্ডিং স্টেশনের সাথে দড়িতে বাঁধা ছিল।তিনিসহ অপর ৫ জেলে ওই ট্রলারেই ছিলো।

সোমবার দুপুর ১ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের সী-ট্রাক ঘাটের ল্যান্ডিং স্টেশনে সিড়িসহ ভেঙ্গে এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, মোঃ ইসমাইল, নুরু উদ্দিন, শাহীন, শামীম ও রুহুল আমিন। এদের সবার বাড়ি মনপুরার হাজিরহাট ইউনিয়নে।

ট্রলারের মালিক ইসমাইল মাঝি আরও জানান, সকালে মাছ ধরা শেষে বৈরি আবহাওয়ায় ল্যান্ডিং স্টেশনের সাথে দড়িতে বেঁধে রাখে ফিশিং ট্রলার। হঠাৎ বিকট শব্দে ল্যান্ডিং স্টেশন ভেঙ্গে ট্রলারে ওপরে পড়লে ট্রলারটি ভেঙ্গে পড়ে।তাৎক্ষনিক জেলেসহ ডুবে যায় মৎস ট্রলারটি। পরে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘন্টাব্যাপী চেস্টার পরে নদীতে ভাসমান ৬ জেলে জীবিত উদ্ধার করা সন্ভব হয়েছে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, জনস্বার্থে ভেঙ্গে যাওয়া ল্যান্ডিং দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।এসময়ে ক্ষতিগ্রস্থ জেলেদের ট্রলার জালসহ ক্ষতিপুরনে যথাযথ ব্যবস্হা নিব।

বাংলাদেশ সময়: ২০:৫৮:০১   ৩৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে আজকের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মনপুরায় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশ
ভোলায় শ্রেষ্ঠ নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম
ভোলায় বিদেশি পিস্তল- তিন রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার
ভোলার গ্যাস বরিশালে নেয়ার দাবিতে বিক্ষোভ
শেলিনা চৌধুরী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান
শিক্ষার মানোন্নয়নে ডিটিএম হাইস্কুলে অভিভাবক সমাবেশ
ভোলায় ডেঙ্গু সচেতনতায় সুশীলনের স্কুল ক্যাম্পেইন
ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ
ক্ষমা চাইলেন তানজিম সাকিব

আর্কাইভ