নির্বাচনে সংবাদ সংগ্রহে বাধা দিলে ৩ বছরের জেলের প্রস্তাব

প্রথম পাতা » জাতীয় » নির্বাচনে সংবাদ সংগ্রহে বাধা দিলে ৩ বছরের জেলের প্রস্তাব
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২



ভোলাবাণী ডেক্স রিপোর্ট ঃ নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের জেল ও জরিমানা সুপারিশের বিধান রেখে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচনে সংবাদ সংগ্রহে বাধা দিলে ৩ বছরের জেলের প্রস্তাবআহসান হাবিব খান বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তার কথা চিন্তা করে ইসি আইনে একটি নতুন বিধান সংযোজন করার প্রস্তাব করেছে। তা হচ্ছে সাংবাদিকদের দায়িত্ব পালনে কেউ বাধা দিলে, হেনস্তা করলে, সাংবাদিকদের সরঞ্জাম ও সঙ্গীসাথীদের ক্ষতি করার চেষ্টা করলে সর্বনিম্ন এক বছর ও সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে।’ এছাড়া জরিমানাও রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গত আগস্টে আরপিওর বেশ কিছু সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠায় ইসি। মন্ত্রিসভা অনুমোদন দিলে তা জাতীয় সংসদে পাঠানো হবে। আর সংসদে পাস হলেই প্রস্তাবগুলো আইনের অংশ হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৩   ১৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ
জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইমানুয়েল ম্যাক্রোঁর শ্রদ্ধা
জি-২০ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মোদির টুইট
আনসারে বিশৃঙ্খলা করলে মৃত্যুদণ্ড : প্রধানমন্ত্রী
স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী
ব্রিকসের সদস্য পদ নিয়ে চিন্তা ছিল না, চেষ্টাও করিনি: প্রধানমন্ত্রী
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ