চরফ্যাশনে বৈরি আবহাওয়ার কারনে সাগরে ট্রলার ডুবির দুইদিনেও সন্ধান মেলেনি ৮ জেলের

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে বৈরি আবহাওয়ার কারনে সাগরে ট্রলার ডুবির দুইদিনেও সন্ধান মেলেনি ৮ জেলের
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২



 খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।। বৈরি আবহাওয়ার কারনে সাগরে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে ভোলার চরফ্যাসন উপজেলার ইউসুফ মাঝির মালিকানাধীন একটি ট্রলার ডুবির ঘটনায় তিনদিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ৮ জেলের। এতে জেলে পরিবারগুলোতে চলছে শোকের আহাজারি।

ট্রলার দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে রয়েছেন কারও বাবা, কারও সন্তান, কারও বা স্বামী। পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তিকে না পেয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিঁখোজ পরিবারগুলোর সদস্যরা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চরফ্যাসনের আকাশ। ট্রলার ডুবিতে ইউসুফ মাঝি সহ ৫ জেলে জীবিত উদ্ধার হলেও এখনও ৮ জেলে না পেয়ে নিখোঁজ জেলে পরিবারে আতঙ্ক ও উৎকন্ঠা বেড়ে গেছে। নিখোঁজরা জীবিত ফিরবেন, এমন আশা ও অপেক্ষায় দিন কাটা”েছন জেলে পরিবারগুলো।

চরফ্যাশনে বৈরি আবহাওয়ার কারনে সাগরে ট্রলার ডুবির দুইদিনেও সন্ধান মেলেনি ৮ জেলের

নিখোঁজ জেলেরা হলেন, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আবু পাটোয়ারীর ছেলে মো. রাছেল (২৮), ২ নম্বর ওয়ার্ডের মোকলেছুর রহমানের ছেলে মো. তছলিম (৩০), ৬ নম্বর ওয়ার্ডের মো. জাফরের ছেলে মো. ইসমাইল (৩১), ৮ নম্বর ওয়ার্ডের আঃ মন্নান আখনের ছেলে আঃ রহমান আখন (৪০), ও নাছির মাঝীর ছেলে আঃ মন্নান (৩৪)। শশীভূষণ থানা রসুলপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সুলতান আহমেদ মল্লিকের ছেলে নাজু (৫০), মো. আক্কেল আলী বেপারীর ছেলে মো. ছাদেক (৪২), ৯ নম্বর ওয়ার্ডের আবু হাওলাদারের ছেলে মো. জুয়েল ( ২৯)। এদিকে চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের নিখোঁজ জেলে ইসমাইল এর মা শাহিনুর বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলের ৩ জন ছেলে মেয়ে রয়েছে। আমার ছেলে নদীতে মাছ ধরেন। ওই টাকায় আমার ছেলের সংসার চলে। কিš‘ বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিনদিন হয়েছে আমার ছেলের সন্ধান পাইনি। আমার বউ এবং নাতি-নাতিনদের কে দেখবে। সরকারের কাছে আমার ছেলের জীবিত অথবা মৃত ফেরৎ চাই। আমার ছেলের চিন্ততায় আমাদের পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে।নিঁখোজ জেলেরা বেঁচে আছেন কি না, তাও জানা নেই পরিবারগুলোর।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ড কে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ঘটনা¯’লে যাওয়া সম্ভব হ”েছ না। তবে আবহাওয়া ঠিক হলে খুব দ্রুত উদ্ধার অভিযান যাবে কোষ্টগার্ড।

তিনি আরও বলেন, নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। উল্লেখ, গত (৯ আগষ্ট) মঙ্গলবার বিকালে চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের ইউসুফ মাঝি’র মালিকানা একটি মাছ ধরার ট্রলার বৈরি আবহাওয়ায় সাগরে প্রচন্ড ঢেউয়ের কারনে পায়রা বন্দর সংলগ্ন বঙ্গপসাগরের গভীরে ১৩ জেলে সহ ডুবে যায়। এ সময় ইউসুফ মাঝিসহ ৫ জেলে উদ্ধার হলেও বাকি ৮ জেলে নিখোঁজ। উদ্ধার হওয়া জেলেরা পটুয়াখালী জেলার মহিপুর থানার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ১৭:২০:২৮   ৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা
চরফ্যাশনে হাঙ্গর মাছের শুটকিসহ গ্রেফতার-২
চরফ্যাশনে হারুন হত্যার কারণ নতুন অটো রিকশা, তিন আসামী গ্রেফতার ছুরি উদ্ধার
চরফ্যাশনে অটোরিকশা চালক হত্যা মামলায় ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
চরফ্যাশনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে: এমপি জ্যাকব
চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন, বিএনপির ৪ নেতা গ্রেফতার

আর্কাইভ