ফজরের সালাতের ১০ ফজিলত

প্রথম পাতা » ইসলাম ও ধর্ম » ফজরের সালাতের ১০ ফজিলত
রবিবার, ২৪ জুলাই ২০২২



ভোলাবাণী ইসলামিক ডেক্সঃ

এগুলো জানার পর কারো আর ফজর সালাতে গাফেলতি,অলসতা আসবে না ইনশাআল্লাহ।

---

▪️১.ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী,কেননা রাসূল ﷺ বলেছেন, মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর!
–(বুখারী৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪;মুসলিম৬৬১)▪️২.রাসূলﷺবলেন,” যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে,সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।
–(সহিহ মুসলিম,তিরমিজি২১৮৪)

▪️৩.রাসূল ﷺ বলেছেন,”যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।
–(বুখারী-মুসলিম)

▪️৪.রাসূল ﷺ বলেছেন,”যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন।
–(সহিহ মুসলিম_১০৯৬)

▪️৫.রাসূল ﷺ বলেছেন,”যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।
–(আবু দাউদ ৪৯৪)

ফজরের সালাতের ১০ ফজিলত

▪️৬.যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,
আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন। অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতোই স্পষ্ট দেখবে।
–(বুখারী -৫৭৩)▪️৭.যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে, সে কখনোই জাহান্নামে প্রবেশ করবেনা।
–(সহিহ মুসলিম৬৩৪)

▪️৮.ফজরের সালাত আদায়কারী,রাসূল (সাঃ) এর বরকতের দোয়া লাভ করবেন।
–(সুনানে আবু দাউদ,সুনানে আহমাদ)

▪️৯.ফজরের দু’ রাকাত সুন্নত সালাত,দুনিয়া ও তাড মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।
–(জামে তিরমিজি-৪১৬)

▪️১০.ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে, প্রফুল্ল হয়ে যায়।
–(সহিহ বুখারী,সহিহ মুসলিম)

❤️সুবহানাল্লাহ❤️
মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরোক্ত সব নিয়ামতের ভাগীদার করুন আমিন

বাংলাদেশ সময়: ১৮:৪১:৩৩   ১১৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম ও ধর্ম’র আরও খবর


নারীরা যেভাবে ইতেকাফ করবেন
পবিত্র মাহে রমজানের ৮ সুন্নত
আল্লাহর যেসব হক আদায় করা মুমিনের কর্তব্য
তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
আতিথেয়তায় আল্লাহর অনুগ্রহ মিলে যেভাবে
লিবিয়ায় মুসলিম বিজয়ের ইতিহাস
আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
কাদের জন্য ওমরাহ , এর ফজিলত ও কবুল হওয়ার শর্ত
ধর্মীয় সম্প্রীতির নতুন ভুবন: আমিরাতে একই কমপ্লেক্সে মসজিদ-গির্জা-সিনাগগ
পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান

আর্কাইভ