বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ

প্রথম পাতা » খেলাধূলা » বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ
বুধবার, ১৩ জুলাই ২০২২



ভোলাবাণী স্পোর্টস ডেক্সঃ ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়ে সাকিব আল হাসান ঈদুল ফিতরের আগেই চলে গেছেন নিউ ইয়র্কে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ফরম্যাটে টানা চার ম্যাচ হেরে বাংলাদেশ দলটাও ছিল বিপর্যস্ত। এমন হতাশার অন্ধকারে টাইগারদের আলোর সন্ধান দিয়েছে ওয়ানডে ফরম্যাট। একদিবসী ক্রিকেটে প্রতিষ্ঠিত দলের প্রমাণ রেখেছে তামিম ইকবালের দল।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গত ১০ জুলাই (বাংলাদেশে ঈদের দিন) সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। উইন্ডিজদের বিপক্ষে টানা ৯টি ওয়ানডে জিতল টাইগাররা।

বাংলাদেশ দল। ফাইল ছবি

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় তামিম বাহিনী। ক্যারিবিয়ানে হারের বৃত্ত ভাঙার পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের মিশন। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবারও মাঠে নামবে বাংলাদেশ দল। প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে সফরকারীরা। ২০১৮ সালেও ক্যারিবিয়ানে ২-১ এ ওয়ানডে সিরিজ জিতেছিল মাশরাফির দল।

জয়ের স্বস্তির সঙ্গে দলগত পারফরম্যান্সের শৃঙ্খলায় ফিরেছে বাংলাদেশ দল। গোটা দলে সবার মধ্যেই ফিরেছে আত্মবিশ্বাস। ওয়ানডের ধারাবাহিক সাফল্য আশা যোগাচ্ছে সিরিজ জয়ের। গায়ানার উইকেটের মন্থর গতি, লো বাউন্স বাংলাদেশের জন্য শাপেবর হয়ে ধরা দিয়েছে। সেটি আবার স্বাগতিকদের জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে।

আজ দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। আগের ম্যাচে বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। তাই ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে গিয়েছিল। একই কাজের পুনরাবৃত্তি আজও নিশ্চয়ই করতে চায় টাইগাররা। অন্যদিকে প্রথম ম্যাচে ব্যাটে-বলে সুবিধা করতে না পারা উইন্ডিজরা মুখিয়ে থাকবে ঘুরে দাঁড়াতে।

গায়ানায় বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচটা ছিল ৪১ ওভারের। টসে হেরে মিরাজ-শরীফুলদের তোপে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শরীফুল ক্যারিয়ার সেরা ৩৪ রানে চারটি, মিরাজ ৩৬ রানে তিনটি উইকেট নেন। জবাবে ৩১ দশমিক ৫ ওভারে ৪ উইকেটে ১৫১ রান তুলে জয় পায় বাংলাদেশ। তামিম ৩৩, শান্ত ৩৭, মাহমুদউল্লাহ অপরাজিত ৪১, সোহান অপরাজিত ২০ রান করেন। মিরাজ ম্যাচসেরা হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ৮:৫৬:৩৯   ৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ