ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার, ২ জুলাই ২০২২



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী

ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের দড়িরাম শংকর গ্রামে শিরিন (২০) আক্তার নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভোলা সদর থানা পুলিশ।

শনিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন  ভোলাবাণীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের দড়িরাম শংকর গ্রামে শিরিন (২০) আক্তার নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভোলা সদর থানা পুলিশ।নিহত শিরিন আক্তার ওই গ্রামের মো. হাবিবুর রহমানের স্ত্রী। তাদের সংসারে কোনো সন্তান নেই। হাবিব পেশায় জেলে। শিরিন আক্তার চরফ্যাশন উপজেলার আলী আজমের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দুপুর আনুমানিক ১টার দিকে ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল ১০টা থেকে ওই ঘরে শিরিন আক্তার ও তাঁর ১০ বছর বয়সী এক ননদ ছিল। নিহতের স্বামী হাবিবসহ ঘরের অন্যান্য সদস্যরা কাজের উদ্দেশ্যে ঘরের বাহিরে ছিলেন। তাঁর শাশুড়ী ঘটনার সময় ভোলা সদর হাসপাতালে ছিলেন।

দুপুর সাড়ে বারোটার দিকে ননদ পাশের বাড়িতে খেলাধুলা করতে যায়। ১টার দিকে বাড়িতে এসে দেখেন ঘরের সকল দরজা জানালা বন্ধ। অনেকক্ষণ ‘ভাবী ভাবী’ শব্দ করেও শিরিনের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভাঙা টিনের অংশ দিয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখেন ভাবী শিরিন আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।

পরে তাঁর চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে গিয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

এসআই জসিম উদ্দিন আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০:২৮:০৪   ৬১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ