চট্টগ্রামে ভাগ্য বদলাতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন ভোলার হাবিবুর।পরিবারে বইছে শোকের মাতম

প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে ভাগ্য বদলাতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন ভোলার হাবিবুর।পরিবারে বইছে শোকের মাতম
সোমবার, ৬ জুন ২০২২



বিশেষ প্রতিনিধি।।ভোলাবাণী।। : হাবিবুর রহমান (২৫), কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোয়। ভোলা সদরের দক্ষিণ দিঘলদির হাবিবুল গত শনিবার রাতের ডিপোয় আগুনের ঘটনায় মারা গেছেন।

চট্টগ্রামে ভাগ্য বদলাতে গিয়ে লা শ হয়ে ফিরেছেন ভোলার হাবিবুর।পরিবারে বইছে শোকের মাতমসোমবার সকাল সাড়ে ৯ টায় হাবিবুরের মরদেহ দাফন করা হয় দক্ষিণ বালিয়া বটতলা গ্রামের নানা বাড়ির মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে সকাল ৯টার দিকে হাবিবুরের জানাজা সম্পন্ন করা হয়। এতে অংশ নেন দক্ষিণ বালিয়া বটতলা গ্রামের বহু মানুষ।

তার আগে রোববার দুপুর ৩টায় হাবিবুরের মরদেহের ময়নাতদন্ত শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের পক্ষে মরদেহ বুঝে নেন মামা মো. আলমগীর।

তিনি জানান, মরদেহ হাতে পাওয়ার পরপরই হাবিবের বন্ধুদের নিয়ে আমি লাশের গোসল শেষ করি। এরপর ভোলার উদ্দেশে রওনা করি। রাত সোয়া ২টার দিকে গ্রামের বাড়ি পৌঁছাই।

ছেলের লাশ দেখেই আহাজারি শুরু করেন হাবিবুরের মা হোসনে আরা বেগম। এসময় তার মা আহাজারি করে বলেন, আমার ছেলে ফোন করে বলছে বেতন পাইলে বাড়িতে আসবো, আমারে চার দিনের ছুটি দিছে। দুই দিন আইতে যাইতে যাইবো আর দুই দিন তোমাগো লগে থাকমু।

এদিকে নিহত হাবিবুরের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় আগুনের ঘটনা ঘটে। তখন ডিপোয় নাইট ডিউটি করছিলেন হাবিবুর রহমান। আগুনের ঘটনার পর ভয়াবহ একটি বিস্ফোরণ হয়। এ সময় আহত হন হাবিবুর রহমান। এরপর তার লাশ উদ্ধার হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৩:৪৫   ৯৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ