শ্রীলংকা বিপক্ষে ঢাকা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধূলা » শ্রীলংকা বিপক্ষে ঢাকা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২



ভোলাবাণী স্পোর্টস ডেক্সঃ

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ২৩ রান করতেই নেই চার উইকেট। ডাক মেরেছেন দুই জন। ১৪১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসের শুরু থেকে দুই ওপেনারই নড়বড়ে ছিলেন।

দলের স্কোরবোর্ডে ১৫ রান যোগ হতেই বাধে বিপত্তি। আসিথা ফার্নান্দোর বলে বদলি ফিল্ডার কামিন্দু মেন্ডিসের তালুবন্দি হয়ে ফিরে যান তামিম। ১১ বল খেললেও তার নামের পাশে ছিল শূন্য রান। প্রথম ইনিংসেও তিনি এই আসিথার বলেই ডাক মারেন।

শ্রীলংকা বিপক্ষে ঢাকা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশএদিকে ক্যারিয়ারে এই প্রথমবার টেস্টের দুই ইনিংসেই ডাক টাইগার ওপেনার। এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসের মতো তিনিও ব্যর্থ হয়েছেন। ২ রান করে জয়াবিক্রমার দারুণ থ্রোতে ফিরে যান রান-আউট হয়ে। অধিনায়ক মুমিনুল হক চারে নেমে কিছুই করতে পারেননি। কাসুন রাজিথার বলে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরে যান শূন্য রানে। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নিয়ে জিতে যায় শ্রীলঙ্কা।

ম্যাচে স্কোরবোর্ডে আর ৪ রান যোগ হতেই বিদায় হন মাহমুদুল (১৫)। আসিথার বলে ক্যাচ নেন কুশল মেন্ডিস।

ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। বাংলাদেশ এখনও লঙ্কানদের থেকে ১০৭ রান পিছিয়ে। মুশফিকুর রহিম ১৪* ও লিটন কুমার দাস ১* রানে অপরাজিত রয়েছেন। আগামীকাল শুক্রবার ম্যাচের শেষদিনে প্রথম ইনিংসের জোড়া সেঞ্চুরিয়ান এই দুজনের ওপরেই ভরসা রাখবে বাংলাদেশ। আজ আসিথা ফার্নান্দো নিয়েছেন ১২ রানে ২ উইকেট। কাসুন রাজিথা নেন ১টি।

এর আগে মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে ৫০৬ রানে নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয় শ্রীলঙ্কা। ৫ উইকেটে ২৮২ রান নিয়ে লঙ্কানরা আজ দিন শুরু করেছিল। দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ আর দিনেশ চান্দিমালের জুটি ভাঙা যাচ্ছিল না। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ম্যাথুজ ২৭৪ বলে আর চান্দিমাল ১৮১ বলে তিন অংক ছুঁয়ে ফেলেন।

অবশেষে চা বিরতির পর চান্দিমালকে তামিম ইকবালের তালুবন্দি করে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ২১৯ বলে ১২৪ রানের ইনিংসে চান্দিমাল হাঁকিয়েছেন ১১টি চার এবং ১টি ছক্কা। ম্যাথুজ-চান্দিমালের ৬ষ্ঠ উইকেট জুটিতে এসেছে ১৯৯ রান।

বাংলাদেশ সময়: ২১:৪৪:১৭   ৫৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ