ভোলার রাজাপুরে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্লকবাঁধের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার রাজাপুরে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্লকবাঁধের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ১৭ মে ২০২২



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণীঃ  ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোড়খাল থেকে চর মোহাম্মদ আলী পর্যন্ত মেঘনা নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৬ মে) ১০টায় ভোলা সদর রাজাপুর ইউনিয়নের ভাঙ্গন কবলিত জোড়খাল নদীরপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকার সকল পেশার শতাধিক মানুষ।

ভোলার রাজাপুরে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্লকবাঁধের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর ভাঙনে রাজাপুরের বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এ এলাকার অনেক মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মেঘনা নদীর ভাঙনের প্রবণতা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।
মানববন্ধন শেষে তারা নদী ভাঙন প্রতিরোধে প্রধানমন্ত্রীর বরাবর করে স্মারকলিপি ভোলা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনওর) কাছে প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কয়েক বছর ধরে এ এলাকা নদীভাঙনের শিকার হচ্ছে। প্রতিবছরই নদীতে চলে যাচ্ছে বাড়ি ও ফসলি জামি। তবুও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।অতি দ্রুত ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি জানান।
রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী জানান, বসতভিটা ও আবাদি জমি হারিয়ে কয়েকশ লোক অসহায় জীবন কাটাচ্ছেন। ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে শতাধিক বসতভিটা, স্কুল, মসজিদ, মাদ্রাসা, কয়েকশ’ একর কৃষিজমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
তাই আমরা রাজাপুরবাসী জোড়খাল থেকে চর মোহাম্মদ আলী ভাঙ্গন কবলিত এলাকায় প্রধানমন্ত্রীর কাছে স্থায়ী ব্লকবাঁধের দাবি জানাচ্ছি।
নদীর ভাঙনের কবলে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে ওই গ্রামে বসবাসকারী মানুষ। ভাঙ্গনরোধে সরকারের দ্রুত বরাদ্দসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১১:৪৫:১১   ৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ
চরফ্যাসনে মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা আহত-৪
আজ পহেলা বৈশাখ
ইসরায়েলে ইরানের হামলা শুরু
চর কুকরি মুকরি দ্বীপঈদের পর বেড়াতে যাবেন যেখানে

আর্কাইভ