

শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে লঞ্চ ঘাটে বাড়তি টিকিট মুল্য আদায়, ১জনের কারাদন্ড
চরফ্যাশনে লঞ্চ ঘাটে বাড়তি টিকিট মুল্য আদায়, ১জনের কারাদন্ড
মিজান নয়ন, চরফ্যাশন ব্যুরো ॥
ভোলার চরফ্যাশনে লঞ্চ ঘাটে যাত্রীদের নিকট থেকে সরকারি নির্ধারিতের চেয়ে প্রবেশ টিকিট মুল্য বেশি আদায় করায় সোহাগ (২৪) নামের এক ব্যাক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার আবু আবদুল্যাহ খান । বৃহস্পতিবার বিকেলে উপজেলার বকসি ঘাটে অভিযান পরিচালনা কালে তিনি এ দন্ডাদেশ দেন। দন্ডিত সোহাগ চরকলমী ইউনিয়নের নাংলাপাতা গ্রামের হানিফ মিয়ার ছেলে। সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানাগেছে,ঈদে ইজারাদারের লোকেরা উপজেলার বিভিন্ন লঞ্চঘাটে প্রবেশ মুল্য ৫ টাকার স্থলে বাড়িয়ে ১০ টাকা আদায় করেন। ভুক্তভোগীদের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ইজারাদারদের পূর্বে আদায়কৃত জনপ্রতি পাঁচ টাকা টিকেট মুল্য বহাল রাখার সিদ্ধান্ত দেন। বেতুয়া ঘাটে জনপ্রতি পাঁচ টাকা আদায় করা হলেও বকসি ঘাটে প্রবেশ মুল্য ১০ টাকা আদায়ের অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আবু আবদুল্যাহ খান বলেন, ১০ টাকা না দিলে ইজারদাররা যাত্রীদের সাথে খারাপ আচরণ করেন এমন অভিযোগে অভিযান পরিচালনা করে সামনের দিকে এসব যাতে না করে সেজন্য সতর্ক করা হয়েছে। এসময় একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে একার্যক্রম অব্যাহত থাকবে।