চরফ্যাশনে কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে বিরুপ আবহাওয়া

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে বিরুপ আবহাওয়া
মঙ্গলবার, ১০ মে ২০২২



ভোলাবাণী।।চরফ্যাশন অফিস॥
চরফ্যাশন উপজেলায় হিমেল বাতাসে ও মিষ্টি রোদে মাঠে মাঠে দোল খাচ্ছে বোরো ধানের শীষ। বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে সবুজের সমারোহ। সবুজ আভা কেটে হলুদ বরণ ধারণ করতে শুরু করেছে ধানের শীষগুলো। বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। শুরু থেকে এ পর্যন্ত আসতে কৃষকের মাথার ঘাম পায়ে ঝরেছে। প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্ন ছেয়ে গেছে এবং তাদের মুখে হাসিও ফুটেছে। কিš‘ সেই হাসির মধ্যে কৃষকের কপালে একটু হলেও চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে বিরুপ আবহাওয়া। চলতি মাসেই ঘূর্ণিঝড় অশনি ও প্রচন্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই দুশ্চিন্তা আর হতাশায় রয়েছেন কৃষকরা। তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলেছেন এবার প্রাকৃতিক দুর্যোগ আঘাত না হানলে বোরে ধানের বেশ ভালো ফলন হবে। ঝড়ের আশংকায় বেশ কয়েকটি যায়গা আধা পাকা ধান কাটা শুরু করেছেন কৃষকরা।

 

কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে বিরুপ আবহাওয়া

এছাড়াও ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের প্রস্তততা বাড়ানোর কাজ চলছে। তাই পুরাতন সেতু ও কালভার্ট নতুন করে নির্মান করার জন্য খালে বাঁধ দিয়েছে। বোরো চাষের জন্য প্রচুর পানির প্রয়োজন। ফলে পানি না থাকায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
চরফ্যাশন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বার্ষিক ৮৫ হাজার ১৯২ হেক্টর আবাদি জমি ও ৩ হাজার ৩৩৭ হেক্টর অনাবাদি জমি রয়েছে। চলতি মৌসুমে ৮১ হাজার ৫৩০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে।
উপজেলার নুরাবাদ ইউনিয়নের চাষি মোঃ মনির হোসেন জানান, আবহাওয়া ভালো থাকলে বোরো ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ধান প্রায় পাকা শুরু করেছে। এ বছরে আমন ধানেও ব্যাপক লাভবান হয়েছি। গত কয়েক বছর বোরো ধানে তেমন লাভজনক হয়নি।
আহাম্মদপুর ইউনিয়নের চাষি মোহাম্মদ হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো ধানের ফলন ভালো আশা করা হচ্ছে। ধান ঘরে তোলার আগেই যদি কোন না কোন দুর্যোগ হয় তাহলে দুর্ভোগ পোহাতে হবে আমাদের। সার-ঔষাধের দাম বেশি। আবহাওয়া ভালো থাকলে ফলন হলে লাভবান হবো।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু হাসনাইন জানান, প্রচন্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার প্রাকৃতিক দুর্যোগ আঘাত না হানলে বোরে ধানের বেশ ভালো ফলন হবে। উপ-সহাকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করছেন। কৃষকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি। কয়েকটি স্থানে আধা-পাকা ধান কাটা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩:২৪:৪৩   ২১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে আজকের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বিএনপি দেশে জঙ্গীবাদ ও অগ্নি সন্ত্রাস ছাড়া কিছু করতে পারে না :চরফ্যাশনে স্বরাষ্ট্র মন্ত্রী
চরফ্যাসনে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
তিনতলার কার্নিশ থেকে কিশোরীকে উদ্ধার
স্কুল শিক্ষককে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক
নকল পণ্য ঠেকাতে সাইফুলেরে উদ্ভাবন
সংবিধান অনুযায়ি নির্বাচন হবে এটার বাইরে যাওয়ার সুযোগ নেই — কৃষি মন্ত্রী
চরফ্যাশনে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ
চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ
চরফ্যাশনে প্রকৃত জেলেরা চাল পাচ্ছেনা চাল পাচ্ছে ব্যবসায়ী

আর্কাইভ