

রবিবার ● ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি আমিনুল, সম্পাদক মোজাম্মেল
চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি আমিনুল, সম্পাদক মোজাম্মেল
মিজান নয়ন, চরফ্যাশন অফিস।।
চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আমিনুল ইসলাম সরমান সভাপতি ও মোজাম্মেল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি রমিজ উদ্দিন, সহ সম্পাদক জাবেদ করিম, ধর্ম, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক আশরাফ আলী নিরব, নির্বাহী সদস্য লিয়াকত আলী ও ছালেহ উদ্দিন।
শনিবার চরফ্যাশন উপজেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহ সাধারণ সম্পাদক পদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এবং বাকী চারটি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় একমিটি নির্বাচিত হয়।
এডভোকেট রাস বিহারি দে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।