কুঞ্জেরহাটে কুয়েত সংস্থার খাদ্যসামগ্রী বিতরণে অনিয়ম

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুঞ্জেরহাটে কুয়েত সংস্থার খাদ্যসামগ্রী বিতরণে অনিয়ম
রবিবার, ৩ এপ্রিল ২০২২




গাজী মো. তাহেরুল আলম।।ভোলাবাণী।।


শনিবার (২ এপ্রিল) সকালে বোরহানউদ্দিন কুয়েত সংস্থার উদ্যোগে দুঃস্থ মুসলিম পরিবারের মাঝে রমযানের উপহার সামগ্রি বিতরণ করা হয়। স্থানীয়ভাবে অভিযোগ এসেছে ইফতার সামগ্রী বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়ম করা হয়েছে।


কুঞ্জেরহাটে কুয়েত সংস্থার খাদ্যসামগ্রী বিতরণে অনিয়মজানাযায়, কুয়েত সংস্থা হতে প্রতি বস্তা ৬০ কেজি করে ৪০ টি বস্তায় চাল, সোয়াবিন, ছোলাবুট, চিনি, খেজুরসহ প্রায় ৪ হাজার টাকার করে (প্রতি বস্তায়) খাদ্যসামগ্রি সরবরাহ করা হয়। নির্দেশনা অনুযায়ী মসজিদের গরিব মুসল্লি, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এসব খাদ্যসামগ্রী দেয়ার কথা। কিন্তু স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সেইভাবে বিতরণ না করে স্বজনপ্রীতির আশ্রয় নেন। স্থানীয় একটি মাদরাসার একাধিক শিক্ষক এবং ঔই ব্যক্তির কয়েকজন আত্মীয় ও তাঁর পচ্ছন্দের ব্যক্তিদের মাঝে ৪০ টি বস্তার খাদ্যসামগ্রী বিতরণ করেন। এদের মধ্যে বাইরের ব্যক্তিরাও ছিলেন।


স্থানীয় একটি মসজিদ কমিটির জনৈক সদস্য বলেন, রমযানে দুঃস্থ মানুষের জন্য আসা ইফতার সামগ্রী নিয়ে একজন দায়িত্বশীলরা এহেন স্বজনপ্রীতি করতে পারে তা ভাবতেই অবাক লাগে।

এ বিষয়ে স্থানীয় ৪ নং কাচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী কে প্রশ্ন করা হলে তিনি বলেন তালিকা তৈরি ও বিতরণের দায়িত্বে ছিলেন মুফতি রহমতুল্লাহ্। এ বিষয়ে মোবাইল ফোনে মুফতি রহমতুল্লাহ্ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবকিছুর চেয়ারম্যানের দায়িত্বে হয়েছে।

অভিযোগ রয়েছে, ইতোপূর্বেও কুয়েত সংস্থা প্রদত্ত রমযানের উপহার সামগ্রী নিয়ে অনিয়ম হয়েছে। এরফলে, দুঃস্থ ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের মুসল্লিরা বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১:২৭:১৫   ১০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ
চরফ্যাসনে মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা আহত-৪

আর্কাইভ