ভোলা সদর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা সদর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার, ১৬ মার্চ ২০২২



ভোলাবাণী ডেক্স রির্পোটঃ

ভোলা সদর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় একান্ত পরিবেশে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়  সমিতির নেতৃবৃন্দরা শহরের ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা তুলে ধরে বলেন, সপ্তাহে একটা দিন বিশেষ করে শুক্রবার শহরের ফাস্টফুড, ঔষধপত্রের দোকান ও পচনশীল পণ্য ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান যেন বন্ধ রাখে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ব্যবসায়ীকে ডিলিং লাইসেন্স করার ক্ষেত্রে সহজলভ্যতার পাশাপাশি টাকা জমা দেয়ার পর দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স পাওয়ার বিষয়েও দাবি জানান। তাছাড়া ব্যবসায়ীদের বিরুদ্ধে আনীত যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাদেরকে জরিমানা করার পূর্বে প্রাথমিকভাবে রিমান্ডারের মাধ্যমে তার অপরাধ শুধরানোর সুযোগ দেয়ারও দাবি জানান।

ভোলা সদর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিতএ সময় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই প্রতিটি ব্যবসায়ী যেন শান্তিপূর্ণভাবে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন। সে ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা তাদের জন্য করবো। ব্যবসায়ীদের সাথে সবসময়ই আমাদের একটি সুসম্পর্ক বজায় থাকবে এটাই আমরা চাই। এমনকি ব্যবসায়ীদের জন্য আমার দরজা সব সময় খোলা রয়েছে বলেও তিনি জানান।

এই সময়ে উপস্থিত ছিলেন, ভোলা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি এইচ এম জাকির, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ মোঃ শফি মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মামুন,  সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম শিপন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ জিতু, প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম, কোষাধক্ষ্য মোঃ শহিদুর রহমান রানাসহ সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ।

পরে সমিতির নেতৃবৃন্দরা জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫৭   ৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ
চরফ্যাসনে মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা আহত-৪

আর্কাইভ