শশীভূষণ গুদাম কর্মকর্তার বিরুদ্ধে জব্দকৃত চাল আত্মসাতের অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » শশীভূষণ গুদাম কর্মকর্তার বিরুদ্ধে জব্দকৃত চাল আত্মসাতের অভিযোগ
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২



চরফ্যাশন অফিস ।। ভোলা বানী ॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ খাদ্য গুদামের সাবেক কর্মকর্তা বর্তমান বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল দে’র বিরুদ্ধে গুদামে রক্ষিত জব্দকৃত ১২ শ কেজি (৪০বস্তা) জি আর’র চাল

---

আত্মসাতের অভিযোগ উঠেছে। সাবেক এ কর্মকর্তা বদলি হয়ে যাওয়ার আগে চালগুলো বিক্রি করে টাকা আত্মসাত করেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে গুদাম সংশ্লিষ্ট একাধিক ব্যাক্তি।
শশীভূষণ খাদ্য গুদামের বর্তমান কর্মকর্তা ইসরাত জাহান মনা বলেন, কমল দে , ২৮ অক্টোবর ২০২১ তারিখে আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। তিনি সরকারি চাল’র বাহিরে আমাকে বাড়তি কোন চাল বুঝিয়ে দিয়ে যাননি।
জব্দকৃত চাল কোথায় আছে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা কমল দে বলেন, আরে ভাই সেদিকে যান কেন ? একটু সেক্রিপাইস দৃষ্টিতে দেখেন।
চরফ্যাশন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অঃদাঃ) মো. মোসারেফ হোসেন বলেন, বিষয়টি জানার পর আমি তাকে মোবাইল ফোনে  জানতে চেয়েছি কিন্তু তিনি সদোত্তর দিতে পারেন নি।
উপজেলা নির্বাহী অফিসার মো.আল নোমান জানান, বিষয়টি আমার জানা ছিলোনা আমি বিষয়টি খতিয়ে দেখবো।

শশীভূষণ গুদাম কর্মকর্তার বিরুদ্ধে জব্দকৃত চাল আত্মসাতের  অভিযোগ

উপজেলা খাদ্য অফিস সুত্রে জানাগেছে, ২০২০ সনের ২২ অক্টোবর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন রসুলপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের জনৈক সেলিমের ঘর থেকে ১২শ কেজি (৪০বস্তা) চাল জব্দ করে গুদাম কর্মকর্তা কমল দে’র জিম্মায় রাখেন এবং পরদিন ২৩অক্টোবর তৎকালীন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র সহকারী পরিচালক মো.মোকাম্মেল হককে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন।
তদন্ত কমিটি এক বছর অতিবাহিত হলেও প্রতিবেদন জমা দেননি বলে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সত্রে জানাগেছে।
এব্যাপারে তদন্ত কমিটির আহবায়ক মোকাম্মেল হক মোবাইল ফোনে বলেন, আমি বদলি জনিত কারণে অন্যত্রে চলে এসেছি তদন্ত কমিটির সদস্য উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবিষয়ে বলতে পারবেন।
উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, তদন্ত কমিটির আহবায়ক অন্যত্র বদলী হওয়ায় প্রতিবেদন দেয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৭:০২:২৪   ৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা
চরফ্যাশনে হাঙ্গর মাছের শুটকিসহ গ্রেফতার-২

আর্কাইভ