ভোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগ।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগ।
বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২



স্ট্যাফ রির্পোটার৷৷ ভোলাবণী।।ভোলার পূর্ব ইলিশা ও বাপ্তা ইউনিয়নে আজ সকালে নির্বাচন পরবর্তী মেম্বার প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘরে হামলাসহ অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের ভোলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আজ সকালে বাপ্তা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত মেম্বার প্রার্থী ফারুক হাজিরহাট বাজারে প্রতিপক্ষ বিজয়ী প্রার্থী মাকসুদর রহমান নিরবের উপর হামলা করে।

স্থানীয়রা জানান, পরাজিত মেম্বার প্রার্থী ফারুক, তার ছেলে আলমাস, ভাতিজা রাবিক, ভাই ফজলে আলমসহ গ্রুপ নিয়ে পূর্ব থেকে হাজিরহাট বাজারে ওঁত পেতে থাকে। সকাল ৯টার দিকে নিরব মেম্বার বাজারে এসে একটি চায়ের দোকানে বসে। এ সময় ফারুক মেম্বার ওই দোকানে নিরব মেম্বারের ওপর হামলা করে।

এসময় তাকে বাঁচাতে গিয়ে মিজান ও হোসেন নামে আরও দুইজন গুরুতর আহত হয়।
অপরদিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিকদার বাড়ির দরজা দিয়ে বিজয়ী মেম্বার প্রার্থী লিটন শিকদারের কর্মী সমর্থকরা মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পরাজিত প্রার্থী শাহে আলম শিকদারের সমর্থকরা হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৫৬   ৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ