ভোলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা প্রার্থীর অতর্কিত হামলায় আহত-২৫।।সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা প্রার্থীর অতর্কিত হামলায় আহত-২৫।।সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া
সোমবার, ৩ জানুয়ারী ২০২২



স্ট্যাফ রির্পোটার॥ভোলাবাণী।।
ভোলার ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থীত ও স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া উভয় গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়েছে। আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে সোমবার (০৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ড ব্যাংকের হাট কলেজ চর-রোমিজ এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে।

---

পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনা স্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই মধ্যে দফায় দফায় হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ বাঁধে। এলাকায় আধিপত্ত বিস্তার করাকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত হয়।

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা প্রার্থীর অতর্কিত হামলায় আহত-২৫।।সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন তার সমর্থদের নিয়ে ইউনিয়নের হেতনারহাট এলাকায় নির্বাচনী প্রচারনায় নামেন। এ সময় ওই স্থানে থাকা নৌকা প্রতীকের সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। পরে বিদ্রোহীর প্রার্থীর সমর্থকরা পাল্টা ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া ঘটনা ঘটে।

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা প্রার্থীর অতর্কিত হামলায় আহত-২৫।।সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

এসময় ইটপাটকেল নিক্ষেপ, লগি বৈঠা, ধাড়ালো দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে মহড়া দিতে দেখাযায়। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অন্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের অত্যন্ত ২৫ জন আহত হয়। এদের মধ্যে ১২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাš’লে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনকে আটক করে।

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা প্রার্থীর অতর্কিত হামলায় আহত-২৫।।সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

এছাড়াও ইউনিয়নের হেতনার হাট মাঝির হাট এলাকায় কয়েকটি ঘর ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এখনও দুই গ্রুপ মুখোমুখি অবস্থান করায় উত্তেজনা বিরাজ করছে। গতকালও এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে।

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা প্রার্থীর অতর্কিত হামলায় আহত-২৫।।সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সারর্কেল)মোহাম্মদ ফরহাদ সর্দার জানান, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে প্রচারনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা স্থলে টহল পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে।

বাংলাদেশ সময়: ২১:১৯:১২   ১০১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
প্রচণ্ড গরমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
শশীভূষণে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ

আর্কাইভ