তজুমদ্দিন হাসপাতালের এক চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন

প্রথম পাতা » প্রধান সংবাদ » তজুমদ্দিন হাসপাতালের এক চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১



হেলাল উদ্দিন ।।ভোলাবাণী।।তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিন হাসপাতালের এক চিকিৎসক কর্মস্থলে যোগদানের পর থেকে অনুপস্থিত থেকে বেতন-ভাতা তোলার অভিযোগ পাওয়া গেছে। তার এধরনের কর্মকান্ডে হাসপাতালে কর্মরত অন্যদের মাঝে এক রকমের ক্ষোভ বিরাজ করছে।

---

হাসপাতাল সুত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে ২০২০ সালের ১১ জুলাই যোগদান করেন ডা. রুবানা ইয়াছমিন। যোগদান করেই তিনি কর্মস্থলে না থেকে ঢাকায় চলে যান।
এক টানা ৪ মাস অনুপস্থিত থেকে ২২ নভেম্বর ২০২০ তারিখে ৬ মাসের জন্য মাতৃত্বকালীন ছুটি অনুমোদন করেন। তার মাতৃত্বকালীন ছুটি ভোগ করার পরও তিনি কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থেকেই যাচ্ছেন। বার বার বলার পরও ডা. রুবানা ইয়াছমিন কর্মস্থলে যোগদান না করায় হাসপাতাল কর্তৃপক্ষ গত ৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। তারপরও কর্মস্থলে উপস্থিত না হওয়ায় ডা. রুবানা ইয়াছমিনের সব ধরনের বেতন-ভাতা বন্ধ করে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্তমানে ৩ মাস যাবৎ ডা. রুবানা ইয়াছমিনের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ডা. রুবানা ইয়াছমিন দীর্ঘ মেয়াদে হাসপাতালে অনুপস্থিত থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। চাপা ক্ষোভ বিরাজ করছে হাসপাতালে কর্মরতদের মাঝে। ৩মাস তার বেতন ভাতা বন্ধ থাকলেও এর আগে তিনি সব কিছু ম্যানেজ করেই বেতন ভাতা উত্তোলন করতে বলেন একটি সুত্র জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ক্যাশিয়ার মোঃ আকবর হোসেন (সবুজ) বলেন, ডাক্তারদের বেতন ভাতার বিল ভাউচার তারা নিজেরাই করেন। অফিস তাদের কোন বেতন ভাতার ভাউচার করে না তাই ম্যানেজের কোন প্রশ্নই আসে না।
জানতে চাইলে নাম প্রকাশে অনি”ছুক হাসপাতালে কর্মরত কেউ কেউ বলেন, ডা. রুবানা ইয়াছমিন নামে এই হাসপাতালে একজন সহকারী সার্জন রয়েছে তা আমরা জানতাম না আজ শুনলাম এই নামে একজন ডাক্তার হাসপাতালে রয়েছে।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে ২০২০ সালের ১১ জুলাই যোগদান করেন ডা. রুবানা ইয়াছমিন। যোগদান করেই তিনি কর্মস্থলে না থেকে ঢাকায় চলে যান।

বক্তব্য জানতে ডা. রুবানা ইয়াছমিনের ব্যবহৃত নম্বরের বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, ডা. রুবানা ইয়াছমিন শারীরিকভাবে অসুস্থ ও তার পারিবারিক সদস্যা থাকায় তিনি কর্মস্থলে থাকতে পারতেছেনা বিষয়টি আমরা ও কর্তৃপক্ষ জানে।
অপরদিকে ডা. আফতাব উদ্দিন খাঁনকে ১২ অক্টোবর ২০২১ তারিখে তজুমদ্দিন হাসপাতালে পদায়ন করলেও তিনি এখন পর্যন্ত যোগদান করেনি বলে জানান হাসপাতালের অফিস সুত্রে।

বাংলাদেশ সময়: ২০:৩২:১৫   ৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ