খেয়ে না-খেয়ে দিন কাটছে ফাতেমা বেগমের

প্রথম পাতা » প্রধান সংবাদ » খেয়ে না-খেয়ে দিন কাটছে ফাতেমা বেগমের
শুক্রবার, ৫ নভেম্বর ২০২১



সেলিম রানা।।ভোলাবাণী।।

খেয়ে না-খেয়ে জীবন অতিবাহিত করছেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া ৪নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের দিনমজুর রুহুল আমিনের  স্ত্রী ফাতেমা বেগম (৪০) খোঁজ নিয়ে জানা যায়, নিত্য অভাবকে সঙ্গে নিয়ে দিন কাটে তার খেয়ে না খেয়ে।

খেয়ে না-খেয়ে দিন কাটছে ফাতেমা বেগমেরনিজের জায়গা জমি বলতে কিছু নেই ফাতেমা বেগমের । থাকার জন্য চর কচ্ছপিয়া গুচ্ছগ্রামে জনশূন্য অবস্থা একটি টিনের ঘরে থাকেন। স্বামী অন্যের ক্ষেত খামারে কাজ করে কোন রকমে জীবন অতিবাহিত করছেন। তাদের  ১ছেলে ২ মেয়ে ছেলে রাকিব (৭) মেয়ে লামিয়া (৫) ফাহিমা (২) রাকিব ও ফাহিমা ঠিকমতো খাবার না খেতে পাড়ায়  বর্তমানে অপুষ্টি হীনতা বকছেন বলে মা ফাতেমা বেগম জানান। সোমবার (৫ নভেম্বর ) ফাতেমা বেগমের  বাড়িতে গিয়ে দেখা যায়, ছাপড়া টিনের ঘরের এক কােণে কোনো রকম একটা চৌকি তার উপরে  একটা ময়লা বিছানা। রশিতে বাঁশ বেঁধে পুরাতন কিছু কাপড় টানিয়ে রেখেছেন ঘরে । ফাতেমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার কিছুই নাই। আমার স্বামী  মানুষের ক্ষেতে খামারে দিনমজুরের কাজ করেন  ।  কাজ করলে পেটে ভাত যায়, না করলে যায় না। এলাকায় কাজকাম না পেয়ে আমার স্বামী  এক সপ্তাহ আগে  ঢাকা গিয়েছে কাজের সন্ধানে এখনো কোনো টাকা-পয়সা পাঠায়নি তাই আমি এখন নিরুপায় হয়ে পড়ছি। ছেলে মেয়েদের কে নিয়ে। ছেলের রাকিব বলেন ঠিকমত না খেয়ে এক বেলা এক মুঠো খেলে ওন্য বেলা ঠিকমতো খেতে পারি না এজন্য আমি এখন অপুষ্টি হয়ে গেছি। স্থানীয়-ফারুক  জানান, ফাতেমা বেগম খুব অভাগী। স্বামী  ছেলে মেয়ে নিয়ে তিনি অনেক কষ্টে দিন যাপন করছেন। সরকারি কোন সাহায্য সহযোগিতা তারা ঠিকমতো পায় না।এব্যাপারে চরমানিকা  ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার  জানান,ফাতেমা বেগম আমার কাছে কখনও আসে নাই। আমার জানা নেই । আমি এখন শুনেছি একটা ব্যবস্থা করে দিবো।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:২৭   ৬৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ