লালমোহনে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১



সালাম সেন্টু।। ভোলাবাণী।।  লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে বিরোধীয় জায়গায় আদালতের দেয়া স্থিতিতাদেশ অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

লালমোহনে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগএমন অভিযোগ তুলে মঙ্গলবার রাতে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড গজারিয়া এলাকার মো. রফিজুল ইসলামের স্ত্রী মোসা. চম্পা বিবি।

জানা যায়, একই এলাকার মৃত আবদুল হক ফরাজীর ছেলে মো. সিরাজ ফরাজী গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় সুবিচার পেতে ২০১৮ সালে মোকাম লালমোহন সিনিয়র সহকারী জজ আদালতের দ¦ারস্থ হন চম্পা বিবি গংরা। আদালতে মামলা চলাকালীন সময়ে ওই জমি দখলের পায়তারা চালায় সিরাজ গংরা। পরে গত ৭ফেব্রুয়ারী বিষয়টি নিয়ে আদালতের দ¦ারস্থ হয়ে ৩ মার্চ পর্যন্ত বিরোধীয় জমির উপর স্থিতিতাদেশ দেন বিজ্ঞ আদালত।

ওই সময়ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় ভূমিতে ঘর উত্তোলণের চেষ্টা চালায় সিরাজ গংরা। অবশেষে স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় তাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়।

দীর্ঘ ৬মাস পর আবারও বিরোধীয় জমি দখলের পায়তারা চালায় সিরাজ গংরা। পরে ১৭ অক্টোবর পুনরায় আদালতের দ্বারস্থ হলে আবারও আগামী ২১ নভেম্বর পর্যন্ত স্থিতিতাদেশ দেয় বিজ্ঞ আদালত।

ভূক্তভোগী চম্পা বিবির অভিযোগ, আদালতের স্থিতিতাদেশ অমান্য করে নিজেদের প্রভাব খাটিয়ে বিরোধীয় জমিতে দালানঘর করছেন সিরাজ ফরাজী।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধীয় ওই জমিতে দালান ঘর করছেন সিরাজ ফরাজী।

এসময় জানতে চাইলে সিরাজ ফরাজী বলেন, নিজের জায়গায় ঘর করছেন তিনি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২৫:৫৮   ৭২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আর্কাইভ