চরফ্যাশনে প্রতিপক্ষের শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে প্রতিপক্ষের শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ
শুক্রবার, ১ অক্টোবর ২০২১



 

চরফ্যাশন অফিস, ভোলা বানী॥

চরফ্যাশনের জিন্নাগড় ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে জাবির হোসেন রিচাদ (৮)নামের এক শিশুকে মারধর শেষে পানিতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ করেছেন তার পিতা কামরুল হাছান ওরফে কামরুল মাষ্টার। সংবাদকর্মীদের নিকট  এমন অভিযোগ করে এঘটনায় আইনী আশ্রয় নিবেন বলে জানান তিনি। গতকাল বৃহস্পতিবার নিজ বাড়ির বিরোধীয় সিমানার একটি গাছ থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে এঘটনা ঘটে বলে জানাগেছে। এসময়  জিন্নাগড় ইউপি সদস্য বাকের হোসেন,  সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, শ্রমিক লীগ নেতা আবু জাহের সহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

কামরুল মাস্টার অভিযোগ করেন, বিরোধীয় সিমানার গাছ থেকে প্রতিপক্ষ কুলছুম বেগম বিউটি নারিকেল পাড়ানোর সময়  তার শিশুপুত্র জাবির হোসেন রিচাদ দেখতে পেয়ে তার মাকে জানায় । রিচাদের মা সুরমা নারিকেল পাড়াতে নিষেধ করলে কথা কাটির এক পর্যায়ে কুলছুম বেগম বিউটি ক্ষিপ্ত হয়ে তার শিশুপুত্র জাবির হোসেন রিচাদকে মারধর করে পুকুরে ফেলে হত্যার চেষ্টা করে।

ঘটনাস্থলে আসা বিউটির আপন ভাগিনা আনোয়ার ও তার দেবর কায়কাউস সহ তাদের লোকজন কামরুল মাস্টারের সঙ্গে অশালীন আচরণ করে। অভিযুক্ত আনোয়ার ও কায়কাউস কে এ  বিষয়ে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন, অশালিন আচরন করেছি, তাতে কি হয়েছে।

অভিযুক্ত কুলছুম বেগম বিউটি জানান, নারিকেল পাড়া নিয়ে ঝগড়া হয়েছে ঠিক। কিন্তু শিশু জাবিরকে মারধর এবং পানিতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ সঠিক নয়।

ইউপি সদস্য বাকের হোসেন এবং সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন জানান, ঘটনার পর বিষয়টি সমাধা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু কুলসুম বেগম বিউটিসহ তার পরিবারের লোক জন আমাদের কথা না শুনায় সমাধা দেয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ৯:১৫:২০   ৫৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা
চরফ্যাশনে হাঙ্গর মাছের শুটকিসহ গ্রেফতার-২

আর্কাইভ