গণটিকা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » গণটিকা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
সোমবার, ২৬ জুলাই ২০২১



ভোলাবাণী করোনা ডেক্সঃ প্রান্তিক পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

---

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ভ্যাকসিন কার্যক্রম জোরদার করতে। ভ্যাকসিনেশন কার্যক্রম যেন ওয়ার্ড থেকে শুরু হয়ে যায়।’দেশের প্রান্তিক এলাকার বয়স্ক মানুষকে টিকার আওতায় আনতেও প্রধানমন্ত্রী নির্দেশ দেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘দেশের ইউনিয়ন, উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোক আছেন, তাদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের মধ্যে ভ্যাকসিন নেয়ার একটা অনীহা আছে। হাসপাতালে দেখা গেছে গ্রামের বয়স্ক লোকেরা আছেন ৭৫ শতাংশ। ঢাকা শহরেও বিভিন্ন গ্রাম থেকে তারা এসেছেন। তাদের মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি। আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ শতাংশ।’

সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে যারা এখনও টিকার আওতায় আসেননি, তাদেরও দ্রুত টিকা দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে যারা এখনও টিকার আওতায় আসেননি, তাদেরও দ্রুত টিকা দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তাদের পরিবারকে এবং সেই পরিবারে যদি কোনো ড্রাইভার থাকে, তাদেরকেও টিকা দিতে বলা হয়েছে। ১৮ বছরের ওপরে যারা আছেন, তারাও টিকা পেয়ে যাবেন। আমরা আশা করছি, এই কাজটা আমরা অতিদ্রুত শুরু করে দেব।’মন্ত্রিসভার বৈঠকে করোনার পরীক্ষা বাড়াতেও প্রধানমন্ত্রীর নির্দেশ এসেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টেস্টের বিষয়েও জোর দেয়া হয়েছে। গ্রামের বয়স্ক লোকেরা টেস্ট করতে চান না। কারণ, তারা মনে করেন টেস্ট করার পর যদি প্রমাণিত হয় তারা সংক্রমিত, তাহলে গ্রামের লোকেরা কিছুটা হলেও একঘরে করে। এ কারণে অনেক সময় তারা লুকিয়ে যান। তাদের তথ্য লুকানোর ফলে আরও বেশি সংক্রমিত হয়।’

এদিকে, আগস্ট থেকে গ্রামে গ্রামে গণটিকা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত গ্রামাঞ্চলে টিকার ক্যাম্পেইন চলবে। এ সময়ের মধ্যে ৬০ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৩৩   ৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আর্কাইভ