ভোলায় মা-মেয়েকে পিটিয়ে যখম করার অভিযোগ

প্রথম পাতা » ভোলা সদর » ভোলায় মা-মেয়েকে পিটিয়ে যখম করার অভিযোগ
রবিবার, ২৫ জুলাই ২০২১



স্ট্যাফ রিপোর্টার।।  ভোলাবাণী ।।

ভোলার ধনিয়া ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডে গরু ঘাষ খাওয়াকে কেন্দ্রকরে একই পরিবারের মা ও মেয়েকে পিটিয়ে আহত করেছে একই বাড়ির বাসিন্দারা।

রবিবার (২৫ জুলাই)সকাল ১১টার সময় ভোলার সদর উপজেলার নবীপুর ধনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ফাতেমা বেগম(৩৮) স্বামী মো. দুলাল অপরজন তাদের বিবি কন্যা কুলসুম(১৪)। আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ভোলার ধনিয়া ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডে গরু ঘাষ খাওয়াকে কেন্দ্রকরে একই পরিবারের মা ও মেয়েকে পিটিয়ে আহত করেছে একই বাড়ির বাসিন্দারা।

এবিষয়ে আহত ফাতেমার স্বামী মো. দুলাল জানান পূর্ব পরিকল্পনা অনুযায়ী গরুর ইস্যুকে কেন্দ্রকরে অভিযুক্ত মামুন, মাহাবুব, মোতালেব আঃ মান্নান ও মালেক সহ কয়েকজন তাদের জমিতে ঘাস খাওয়ার মিথ্যা অভিযোগ করে তার স্ত্রী ও কন্যাকে বেধড়ক মারধর ও পিটিয়ে যখম করেছে। তার দাবি অভিযুক্তরা বিগত সময়ে তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসত। এবং যেকোনো সময় আমাকেও মেরে ফেলার হুমকি দিয়ে আসত তারা। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে বাড়িতে স্ত্রী ও কন্যাকে একা পেয়ে মারধর করে বলে তার অভিযোগ। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দিতে এডমিন করেন।

এবিষয়ে ধনিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির বিষয়টি অবগত রয়েছেন। তিনি সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি উভয় পক্ষের বক্তব্য নিয়ে দুগ্রুপের মধ্যে একটি মিমাংসা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।


তবে আহতরা ভোলা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মামলার করার প্রস্তুতি গ্রহন করবেন বলে জানান ভোলা সদর থানার ওসি মো. এনায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:০৩   ৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ
ভোলায় অসহায় দুস্থ দারিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেছে কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন
ভোলায় ঈদ উপলক্ষে আকতার হোসেনের ২ হাজার দরিদ্র ও বঞ্চিত মানুষকে সহায়তা প্রদান
ভোলা ব্যাচ ‘৯৩ এর দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত
ভোলায় ৩০ পরিবারকে জেলা প্রশাসনের ঈদ সামগ্রী প্রদান
ভোলায় ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মুখে হাসি ফুটালো বিবা’র মানবতার দেয়াল
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন২৪ভোলায় জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান প্রার্থী-আলহাজ্ব মোঃ ইউনুছ
দুর্যোগে জরুরি প্রস্তুতি ও সাড়া দান বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় আমাদের সচেতনতা ও সামর্থ্য বাড়াতে হবে- ভোলা জেলা প্রশাসক
ভোলায় বৃদ্ধ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

আর্কাইভ