২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ২১২, মোট শনাক্ত ছাড়ালো ১০ লাখ

প্রথম পাতা » জাতীয় » ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ২১২, মোট শনাক্ত ছাড়ালো ১০ লাখ
শুক্রবার, ৯ জুলাই ২০২১



ভোলাবাণী ডেক্সঃ স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, শুক্রবার (৯ জুলাই) সপ্তাহের শেষ দিন, গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের রেকর্ড টপকে গেছে। শুক্রবার মারা গেছেন ২১২ জন, যা দৈনিক মৃত্যুর হিসাবে সর্বোচ্চ।

২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ২১২, মোট শনাক্ত ছাড়ালো ১০ লাখ

এছাড়া এদিন মৃত্যুর সংখ্যা ১৬ হাজার পেরিয়েছে। এবং শনাক্তের সংখ্যা পা রেখেছে ১০ লাখের ঘরে।

গতকাল বৃহস্পতিবার মৃত্যুর এই সংখ্যা ছিল ১৯৯, বুধবার ২০১, মঙ্গলবার ১৬৩, সোমবার ১৬৪। আগেরদিন রবিবার ১৫৩। এছাড়া শনিবার মৃতের এই সংখ্যা ছিল ১৩৪। সর্বোচ্চ মৃত্যু আজ খুলনায়।

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৬ হাজার ৫৮৬ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১১ হাজার ৩২৪ জন।

শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। গতকাল, বৃহস্পতিবার শনাক্তের এই সংখ্যা ছিল ৩১.৬২, বুধবার ৩১.৩২। মঙ্গলবার ৩১.৪৬, সোমবার ২৯.৩০, রবিবার ২৮.৯৯, শনিবার ২৭.৩৯।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ১৬ হাজার ৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১০ লাখ ৫৪৩ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু : ২১২
মোট মৃত্যু: ১৬ হাজার ৪
শনাক্ত : ১১ হাজার ৩২৪
মোট শনাক্ত: ১০ লাখ ৫৪৩
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩৬ হাজার ৫৮৬
শনাক্তের হার: ৩০.৯৫ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৬০ জন এবং ৩৬ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ১৬ জনের মৃত্যু হয়েছে বাসায়।

মৃতদের মধ্যে ৫৩ জন ঢাকার, ২৬ জন চট্টগ্রামের, ২৩ জন রাজশাহীর। ৭৯ জন খুলনায়, ৬ জন সিলেটের, ৫ জন বরিশালের, রংপুরের ১২ জন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ৮ জন।

ঢাকা: ৫৩
চট্টগ্রাম: ২৬
রাজশাহী: ২৩
খুলনা: ৭৯
রংপুর: ১২
বরিশাল: ৫
সিলেট: ৬
ময়মনসিংহ: ৮

গেলো ২৪ ঘণ্টাতেও পুরষের মৃত্যুর হার বেশি।

পুরুষ: ১১৯
নারী: ৯৩

বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ৯০ জন ষাটোর্ধ্ব, ৫৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ৪০ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ১৭ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্যে ৭ জনের বয়স এবং ২ জনের বয়স ১১-২০ এর মধ্যে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৫৯   ৬৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আর্কাইভ