গত ২৪ ঘন্টায় আরও ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৫১

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » গত ২৪ ঘন্টায় আরও ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৫১
বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১



ভোলাবাণী করোনা ডেক্সঃকিছুদিন ধরে দেশে সংক্রমণের ভয়ংকর চিত্র দেখা যাচ্ছে। এমন পরিস্থিতি গত এক বছরেও দেখা যায়নি। প্রায় প্রতিদিনই রোগী শনাক্তের সংখ্যা এবং মৃত্যুতে নতুন রেকর্ড হচ্ছে।

গত ২৪ ঘন্টায় আরও ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৫১

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় দেশে বৃহস্পতিবার (৮ জুলাই) করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন।

**প্রথমবারের মতো করোনায় ২ শতাধিক মৃত্যু

গতকাল বুধবার মৃত্যুর এই সংখ্যা ছিল ২০১, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মঙ্গলবার ১৬৩, সোমবার ১৬৪। আগেরদিন রবিবার ১৫৩। এছাড়া শনিবার মৃতের এই সংখ্যা ছিল ১৩৪। সর্বোচ্চ মৃত্যু আজ রাজধানীতে।

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৬ হাজার ৮৫০ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১১ হাজার ৬৫১ জন। শনাক্ত এবং পরীক্ষা দুটোই গতকালের তুলনায় বেশি।

শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। গতকাল, বুধবার শনাক্তের এই হার চিল ৩১.৩২। মঙ্গলবার ৩১.৪৬, সোমবার ২৯.৩০, রবিবার ২৮.৯৯, শনিবার ২৭.৩৯।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ১৫ হাজার ৭৯২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু : ১৯৯
মোট মৃত্যু: ১৫ হাজার ৭৯২
শনাক্ত : ১১ হাজার ৬৫১
মোট শনাক্ত: ৯ লাখ ৮৯ হাজার ২১৯
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩৬ হাজার ৮৫০
শনাক্তের হার: ৩১.৬২ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৪৫ জন এবং ৪২ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ১২ জনের মৃত্যু হয়েছে বাসায়।

মৃতদের মধ্যে ৬৫ জন ঢাকার, ৩৭ জন চট্টগ্রাম ১৫ জন রাজশাহীতে। ৫৫ জন খুলনায়, ৫ জন সিলেটে, ৩ জন বরিশালে, রংপুরের ৯ জন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ১০ জন।

ঢাকা: ৬৫
চট্টগ্রাম: ৩৭
রাজশাহী: ১৫
খুলনা: ৫৫
রংপুর: ৯
বরিশাল: ৩
সিলেট: ৫
ময়মনসিংহ: ১০

গেলো ২৪ ঘণ্টাতেও পুরষের মৃত্যুর হার বেশি।

পুরুষ: ১৩৩
নারী: ৬৬

বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ১০৭ জন ষাটোর্ধ্ব, ৪৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ২৮ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ৬ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্যে ৯ জনের বয়স এবং ২ জনের বয়স ১১-২০ এর মধ্যে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।

আরও দুই থেকে তিন সপ্তাহ মৃত্যু বৃদ্ধির আশঙ্কা আছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। আগামী সপ্তাহের শেষ দিকে লকডাউনের প্রভাব দৃশ্যমান হতে পারে। তবে এখন গ্রামেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সেখানে বিধিনিষেধ সেভাবে কার্যকর হচ্ছে না। ফলে এবারের বিধিনিষেধ বা লকডাউন কতটা ফল বয়ে আনবে, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:১৭   ৬৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আর্কাইভ