চরফ্যাশনে মিথ্যা তথ্য দিয়ে আসামী আদালতে সোপর্দ, সাংবাদিকদের তথ্য দিতে পুলিশের অনিহা!

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে মিথ্যা তথ্য দিয়ে আসামী আদালতে সোপর্দ, সাংবাদিকদের তথ্য দিতে পুলিশের অনিহা!
রবিবার, ২৭ জুন ২০২১



ভোলাবাণী।।চরফ্যাশন অফিস।।। চরফ্যাশনে পুলিশ বাদী হয়ে দায়ের করা অভিযোগে আটকের স্থান পরিবর্তন  করে প্রায় ৭/৮কিলোমিটার দুরের স্থান উল্লেখ করে আসামী আদালতে সোপর্দ করার অভিযোগ উঠেছে  চরফ্যাশন  থানার এস আই সিদ্দিক এর বিরুদ্ধে। ৬আসামী আটকের তথ্য দিতে সাংবাদিকদের অনিহা প্রকাশ করেছেন তিনি। সংবাদকর্মীরা পুলিশের কাছে তথ্য না পেয়ে শেষে আদালতে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। আদালতে দায়েরকৃত চরফ্যাশন থানার ২৬জুন তারিখের সাধারণ ডায়রি নম্বর ৯৯৪ এবং নন এফআইআর প্রসিকিশন নং ৪৪/২১ ।

চরফ্যাশনে  মিথ্যা তথ্য দিয়ে আসামী আদালতে সোপর্দ, সাংবাদিকদের তথ্য দিতে পুলিশের অনিহা!

সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টায়  পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে জালাল আহমেদ মুন্সি বাড়ি সংলগ্ন চৌমহনী পাকা সড়কের উপর কতিপয় লোক নেশা জাতীয় দ্রব্য সেবন করে মাতাল ও বেসামাল অবস্থায় ডাক চিৎকার ও হৈ হুল্লর করে এলাকার জনসাধারণের বিঘ্ন সৃষ্টি করছে এমন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানা পুলিশ পৌরসভা ৪নং ওয়ার্ডের নাঈম হাসান ওরফে তাহমিদ (২১), আল হাসান (২১) ও পৌরসভা ৮নং ওয়ার্ডের শফিকুল ইসলাম (২৮) ও চরফ্যাশন পৌরসভা ৭নং ওয়ার্ডের হাবিবুর রহমান তারেক (২০), রাসেল (২৮), জাহাঙ্গীর বেপারী (২৬) কে আটক করে থানায় আনে। আজ শনিবার পুলিশ তাদেরকে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, আটককৃতদেরকে পুলিশ আছলামপুর ইউনিয়নের বেতুয়া লন্চ ঘাট সংলগ্ন এলাকা থেকে  শুক্রবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় আটক করে থানায় আনলেও পুলিশের  অভিযোগে ওই ৬ যুবককে পৌর সভা ৩নং ওয়াডস্থ জালাল মুন্সির চৌমুহনী   সংলগ্ন এলাকা থেকে   নেশা জাতীয় দ্রব্য সেবনে মাতাল ও বেসামাল অবস্থায় আটক দেখিয়ে  আদালতে সোপর্দ করে পুলিশ। 

এসকল আসামী আটকের খবরটি জানাজানি হলে সংবাদকর্মীরা তথ্যের জন্য চরফ্যাশন থানার সংশ্লিষ্ট এসআই সিদ্দিকুর রহমানকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের তথ্য না দিয়ে বলেন “আমার বিরুদ্ধে দুই কলম লিখে দেন”। তবে চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া সংবাদকর্মীদের বলেছেন, আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। রিসিভ কপি আসলে তথ্য দেয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৫৮   ৬৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা
চরফ্যাশনে হাঙ্গর মাছের শুটকিসহ গ্রেফতার-২

আর্কাইভ